
সোহরাব হোসেন সবুজ, নলতা :
১লা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা কালিগঞ্জের নলতা কেন্দ্রে ১ম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নলতা কেন্দ্রের অফিস সূত্রে জানা যায়, নলতা মাধ্যমিক বিদ্যালয়, নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কাশিবাটি মাধ্যমিক বিদ্যালয়, তারালী মাধ্যমিক বিদ্যালয় ও বালিকা বিদ্যালয়, খানজিয়া মাধ্যমিক বিদ্যালয়, কালিগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়, কাজী আলাউদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের থেকে নলতা কেন্দ্রে এবার ৪শ ৯২জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। যার মধ্যে ১ম দিন সবাই উপস্থিত ছিল।
এদিকে পরীক্ষা শুরু হওয়ার পর বেলা ১১টার দিকে সাতক্ষীরা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুফিয়া আক্তার পলি নলতা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় সাথে ছিলেন কেন্দ সচিব প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, সহ সচিব রনজিত কুমার ঘোষ, হল সুপার মুর্শিদ আলী, সাংবাদিক সোহরাব হোসেন সবুজ ও মনিরুজ্জামান মহাসিন প্রমুখ। কেন্দ্রে মেডিকেল ডাক্তারের দায়িত্বে ছিল শংকর কুমার পাল এবং নিরাপত্তার দায়িত্বে ছিল কালিগঞ্জ থানার এস আই রাজিবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স।