নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৪৩


569 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৪৩
জুলাই ১৫, ২০১৫ প্রবাস ভাবনা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। দেশটির বর্নো রাজ্যের ছয়টি গ্রামে ওই হামলা চালানো হয়। স্থানীয় বাসিন্দা ও পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার চীনা বার্তা সংস্থা সিনহুয়া এ খবর দিয়েছে।

পুলিশ বলেছে, মঙ্গুনো এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। এর আগেও ওই এলাকায় অনেক সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ।

বর্নো রাজ্যের পুলিশপ্রধান আদরেমি ওপাদোকুন হতাহতের প্রকৃত সংখ্যা জানাতে অস্বীকৃতি জানান। সর্বশেষ হামলার ব্যাপারে দেশটির বিদ্রোহী গ্রুপ বোকো হারামকে সন্দেহ করা হচ্ছে।

স্থানীয় কর্মকর্তারা নিহতের সংখ্যা ৪৩ জন বলছেন। ‍নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তারা। কারণ এলোপাতাড়ি গুলিতে অনেকেই আহত হয়েছেন।

স্থানীয় নেতা বাবা মেইগ্রো জানান, বন্দুকধারীরা গ্রামবাসীর সম্পত্তি লুট করে পালিয়ে গেছে। তিনি জানান, বোকো হারাম স্টাইলে হামলা চালানো হয়েছে। নাইজেরিয়া সরকারকে চাপে রাখতে বোকো হারাম বেসামরিক লোকদের টার্গেট করছে এবং তাদের মধ্যে ভীতি ছাড়চ্ছে।

নাইজেরিয়ায় ২০০৯ সালে বোকো হারামের উত্থানের পর এ পর্যন্ত প্রায় ১৩ হাজার লোক নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে সংগঠনটি।