
অনলাইন ডেস্ক ::
নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্তের মৃত্যুর মিছিল ২০০ ছাড়াল। বুধবার এই রাজ্যে আরো তিনজন মারা যান। এ নিয়ে নিউইয়র্কে করোনায় বাংলাদেশিদের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০২ জনে।
এদিকে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশিদের মৃত্যুর মিছিলে নতুন আরো একটি রাজ্যের নাম যুক্ত হয়েছে। ম্যাসাচুয়েটসের বস্টন সিটিতে এদিন একজন করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
নিউইয়র্কে মঙ্গলবার মারা গেছে ১৫ বছরের কিশোর প্রিয়ম বণিক, ইঞ্জিনিয়ার সুজাউর রেজা চৌধুরী (৭৫) ও কামাল হোসেন সালেহ। বস্টনে মারা গেছেন উইনচেস্টার হাসপাতালের টেকনিশিয়ান সৈয়দ কামরুল বাশার জামী (৫৩)।
এছাড়া নিউজার্সিতে ৭জন, মিশিগানে ৬ জন, ভার্জিনিয়ায় ৩ জন ও মেরিল্যান্ডে ১ জন করে মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে। আর সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের ছয়টি রাজ্যে ৪৩ দিনে করোনায় ২২১ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।