
অনলাইন ডেস্ক ::
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় নিখোঁজের নয়দিন পর আল আমিন (১১) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত ১২ দিকে সখিপুর থানার বাহেরচর গ্রামের নিজ বাড়ির পাশের সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আল আমিন বাহেরচর গ্রামের স্বপন মাঝির ছেলে এবং বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, ৯ দিন আগে বাহেরচর এলাকায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। সেই মাহফিলে ঘোরাফেরা করে আর বাড়ি ফেরেনি আল আমিন। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে থানায় জিডি করে। শনিবার রাতে পরিবারের লোকজন বাড়ির পাশের সেপটিক ট্যাংকে আল আমিনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
তিনি বলেন, এটি একটি হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।