
গোপাল কুমার, আশাশুনি ব্যুরো :
আশাশুনিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে। ইত্যেমধ্য নির্বাচনী তফসীল ঘোষনা করা হয়েছে। নির্বাচনী পালে হাওয়া লেগেছে, বইছে নির্বাচনী হাওয়া। বাংলাদেশে এই প্রথম বারের মত দলীয় প্রতীকে হতে চলেছে নির্বাচন। ইতোমধ্যেই সম্ভাব্য প্রার্থীগণ বিভিন্ন রকম রঙ- বে-রঙ্গের পোষ্টার, ডিজিটাল ব্যানার ছেয়েছে সকল এলাকা। বুধহাটা বিভিন্ন পাড়া-মহল্লা, হাট-বাজার আর চায়ের দোকানগুলোতে চলছে সাধারণ ভোটারদের আলোচনা। নির্বাচনী তফসীল ঘোষনা হওয়ায় চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীদের মাঝে বিরাজ করছে এক ধরনের উদ্বেগ-উৎকণ্ঠা। এসকল প্রার্থীরা বেশিরভাগই দলীয় মনোনয়ন পাওয়ার আশায় দৌড়-ঝাপ ব্যস্ত সময় পার করছেন, স্ব-স্ব দলের উপজেলা, জেলা আর কেন্দ্রীয় নেতাদের কাছে। তেমনিও পথসভা, গণসংযোগ, মতবিনিময়ে।
এবার ২নং বুধহাটা ইউনিয়নে ৫ প্রার্থীর মধ্যে আ.লীগের ২, বিএনপি’র ২ এবং স্বতন্ত্র ১ প্রার্থী রয়েছেন।
তথ্যানুসন্ধানে জানাযায় আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশি প্রার্থী ইউনিয়ন পুলিশিং ফোরাম সভাপতি আ,ব,ম মোসাদ্দেক ও উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের আহবায়ক প্রভাষক মাহবুবুল হক ডাবলু। বিএনপি- উপজেলা বিএনপি’র সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান আব্দুল হান্নান ও জেলা বাস্তুহারা দলের সম্পাদক সাইদুর রহমান পলাশ। স্বতন্ত্র প্রার্থী রয়েছেন বর্তমান ইউপি সদস্যা শরিফা খাতুন ফুটফুটি। এসকল প্রার্থীগণের সাথে যোগাযোগ করা হলে উনারা জানান জনগণ তাদের ভোট দিলে নির্বাচিত করলে ইউনিয়নের সার্বিক সমস্যাসমূহ দুর করে একটি মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। সকল পাঠকদের আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছে প্রতিদিনই থাকছে উপজেলার বিভিন্ন ইউনিয়ন নির্বাচনী খরব।