
অনলাইন ডেস্ক ::
লা লিগায় দুর্দান্ত ফর্মে আছে টিম বার্সেলোনা। এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে দলটি। আর তারই ধারাবাহিকতায় গতকাল দলের প্রধান খেলোয়াড় লিওনেল মেসিকে ছাড়াই জয় তুলে নিয়েছে সুয়ারেজ-কুতিনহোরা।
শনিবার রাতে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ মালাগার মাঠে স্বাগতিকদের মুখোমুখি হয় বার্সা। সেই ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকা মেসির দল।
মেসিকে ছাড়া খেলতে নামা বার্সেলোনাকে ১৫ মিনিটেই এগিয়ে দেন সুয়ারেস। জর্দি আলবার দারুণ ক্রসে মাথা ছুঁইয়ে গোলটি তুলে নেন এই স্ট্রাইকার। পরে ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন কুতিনহো।
বর্তমানে ২৮ ম্যাচ থেকে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সা। অন্যদিকে, এক ম্যাচ কম খেলে ১১ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে আতলেতিকো মাদ্রিদ।