নেপালে ডায়নাপুত্র যুবরাজ হ্যারি


379 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
নেপালে ডায়নাপুত্র যুবরাজ হ্যারি
মার্চ ২১, ২০১৬ প্রবাস ভাবনা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
পাঁচ দিনের সফরে নেপাল পেঁৗছেছেন ব্রিটেনের যুবরাজ হ্যারি। গত বছর দুর্ভিক্ষপীড়িত নেপালি জনগণ ও উদ্ধার কাজে সহায়তাকারী গুর্খা সেনাদের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে এ সফরে এসেছেন তিনি।

নেপাল ও ব্রিটেনের সম্পর্কের ২০০ বছর পূর্তি উপলক্ষে ৩১ বছর বয়সী যুবরাজ হ্যারি তার প্রথম নেপাল সফরে আসেন।

কাঠমান্ডু বিমানবন্দরে যুবরাজকে বহনকারী বিমানটি এসে পেঁৗছালে নেপালের সরকারি কর্মকর্তারা তাকে সংবর্ধনা ও স্বাগত জানান। তিনি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ও নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট বিদ্যা ভাণ্ডারীর সঙ্গে দেখা করবেন। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারাপ্রসাদ পোখারেল বলেন, ‘প্রিন্স হ্যারি নির্ধারিত সময়ে নেপাল এসে পেঁৗছেছেন। তার এ সফর ব্রিটেনের সঙ্গে নেপালের ঐতিহাসিক দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করবে।’ হ্যারি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালের ঐতিহাসিক স্থাপনাগুলো পরিদর্শন করবেন। ১০ বছর ধরে ব্রিটিশ রাজকীয় বাহিনীতে কাজ করার সময় তিনি আফগানিস্তানে গুর্খা সেনাদের সঙ্গে কাজ করেছিলেন। নেপাল সফরকালে তিনি ব্রিগেডের সেনাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।