নৌকাডুবিতে নিখোঁজ ৫ জনের মরদেহ মিলল শীতলক্ষ্যায়


361 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
নৌকাডুবিতে নিখোঁজ ৫ জনের মরদেহ মিলল শীতলক্ষ্যায়
মার্চ ২৫, ২০১৮ জাতীয় ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবারের ওই ঘটনায় শনিবার রাতে একজন ও রোববার সকালে চারজনের মৃতদেহ উদ্ধার হয়।

মরদেহগুলো উদ্ধারের পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম রফিক।

নিহত পাঁচজন হলেন- রাজধানীর ধোলাইপাড় এলাকায় নাসিরউদ্দিনের ছেলে তুষার আহমেদ (২৭), জয়নাল আবেদীনের ছেলে সাইফুল ইসলাম রিপন বাবু (২০), কদমতলী থানার দক্ষিণ দনিয়া এলাকার আজিজুল খানের ছেলে লতিফ খান (১৮), রূপগঞ্জ থানার তারাব পৌরসভার মাসাবো এলাকার প্রয়াত সিরাজুল ইসলামের ছেলে জাসিম খান (২৭) এবং পূর্ব ধোলাইপাড় বাজার এলাকার শরীফ (২৮)।

গত শুক্রবার রাতে রাজধানীর ডেমরা থেকে নৌকায় ঘুরতে গিয়েছিলেন ১৪ জন।

এক পর্যায়ে রুপসী কাজীপাড়া এলাকায় বালুবাহী একটি বাল্কহেড ধাক্কা দিলে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। ওই ঘটনায় নিখোঁজ হন পাঁচজন।