
অনলাইন ডেস্ক ::
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তি উপলক্ষে তার মুক্তির দাবিতে রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে দলটি।
শনিবার দুপুর ২টায় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি।
সমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সুনির্দিষ্ট বার্তা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির নীতিনির্ধারক নেতারা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দলের নয়াপল্টনের সমাবেশ থেকে খালেদা জিয়ার দ্রুত মুক্তির বিষয়ে ‘বড় ধরনের বার্তা’ দেবে বিএনপি। এ আন্দোলনের ধারা নতুন যে রূপ নেবে, তাতে সবাইকে সাহসী ভূমিকা পালন করতে হবে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের এই দিনে কারাগারে যান। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
বিএনপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারাদেশে জেলা সদরে বিক্ষোভ সমাবেশ করবেন নেতাকর্মীরা। শুক্রবার খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দেশব্যাপী বাদ জুমা বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল কর্মসূচি পালন করে এ দল।