
স্টাফ রিপোর্টার :
৯ সেপ্টেম্বর কুখ্যাত কালাকানুন শক্রু (অর্পিত) সম্পত্তি আইনের ৫০ বছর, সংখ্যালঘুদের ভিটেমাটি থেকে উচ্ছেদ ও হয়রানির অবসানের দাবিতে সারা দেশের ন্যায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার বিকাল ৪টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গোষ্ঠ বিহারী মন্ডল। এসময় বক্তব্য রাখেন, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ্বজিত সাধু, সভাপতি মন্ডলীর সদস্য বিশ্বনাথ ঘোষ, মঙ্গল কুমার পাল, উন্নয়ন কর্মী মাধব দত্ত, যুগ্ম সম্পাদক নিত্যনন্দ আমীন, প্রচার সম্পাদক বিকাশ চন্দ্র দাশ, মহিলা নেত্রী জোৎস্না দত্ত, সন্তোষ পাল,সুকেশ চক্রবর্তী, বিশ্বজিত বাছাড়, যুবনেতা সুমন অধিকারী, আনন্দ সরকার, অরবিন্দু সরকার, প্রসাদ মজুমদার, গৌরপদ দাশ, নারায়ন চন্দ্র মন্ডল, মনিন্দ্র নাথ বর, কানাই লাল সাহা কানু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, পৃথিবীর ইতিহাসে শুধু মাত্র বাংলাদেশেই হিন্দু-মুসলিম- খ্রীষ্টান-বৌদ্ধ মিলে স্বাধীনতা আন্দোলন করেছিলো। আজ আমরা স্বাধীন দেশে বাস করি। এটা সকল ধর্মের মানুষের অবদান। কিন্তু দেশ স্বাধীনের ৪২ বছর পার হলেও হিন্দুদের উপর সেই পাকিস্তানীদের কালো আইন এখনো অব্যহাত রয়েছে। সরকার পাল্টায় সরকার আসে। কিন্তু এ আইনের পরিবর্তন হয় না। আজ আমরা ন্যায্য অধিকার আদায়ের দাবিতে মানববন্ধন করছি। এটা আমাদের জন্য লজ্জাজনক। অবিলম্বে এই আইনের অবসানের দাবি জানিয়ে প্রকৃত সম্পত্তি মালিকদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান বক্তারা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল।