পদ্মায় ৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক


345 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
পদ্মায় ৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক
নভেম্বর ১৬, ২০১৫ জাতীয় ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
ঘন কুয়াশার কারণে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার সকাল ৯টা থেকে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনা এড়াতে রবিবার দিবাগত রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ জানান, রাত ৩টার দিকে আকস্মিক কুয়াশার কারণে একটু দূরে কিছুই দেখা যাচ্ছিল না বলে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়।

এ সময় মাঝ নদীতে ছয়টি ফেরিতে শতাধিক যানবাহন ও কয়েক হাজার যাত্রী আটকা পড়েন। নদীর দু’পাশে দীর্ঘ যানজট লেগে যায়। সকাল ৯টার দিকে কুয়াশা কাটতে শুরু করলে ফেরিগুলো আবার সচল হয়।

খালেদ নেওয়াজ বলেন, এই রুটে বর্তমানে তিনটি রো রো ফেরিসহ ১৩টি ফেরি সচল রয়েছে। ফলে দুপাশে আটকা পড়া গাড়িগুলো সহজেই পার হতে পারবে।