
আসাদুজ্জামান ::
পরিবার পরিকল্পনা কার্যক্রম আরো শক্তিশালী করণের লক্ষে দক্ষতা উন্নয়নে সাতক্ষীরায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে ও মেরি স্টোপস বাংলাদেশের সহযোগিতায় সোমবার সকাল ১০ শহরের তুফান কনভেশন সেন্টার এন্ড লেকভিউ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহি অফিসার ফাতেমা তুজ জোহরা।
জেলা এ্যাডভোকেসি কমিটির আহ্বায়ক সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও সমাজ সেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাবেক সাধারন সম্পাদক এম. কামরুজ্জামান, মেরি স্টোপস বাংলাদেশের লীড এ্যাডভোকেসি মনজুন নাহার, লীড এ্যাডভোকেসি এন্ড কমিউনিকেশন কর্মকর্তা তনুশ্রী মানজি, জেলা পরিষদ সদস্য অ্যাড. শাহনাজ পারভীন মিলি, পৌর কাউন্সিলরর কায়সারুজ্জামান হিমেল, অনিমা রানী মন্ডল প্রমুখ। কর্মশালায় সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা এ সময় প্রত্যন্ত অঞ্চলের নারীদের পরিবার পরিকল্পনা কার্যক্রম সম্পর্কিত দক্ষতা উন্নয়নে আরো শক্তিশালী করনের লক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।