
স্টাফ রিপোর্টার ::
সাতক্ষীরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পলাশপোল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার বেলা ১১টার সময় শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের লক্ষ্যে স্বাধীনতার স্বপক্ষে, মুক্তিযুদ্ধোর চেতনায় বিশ্বাসী বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদ স্বাশিপ’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোমিনুর রহমানের সভাপতিত্বে এবং স্বাশিপ সাতক্ষীরা সদর উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন স্বাশিপের সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য প্রভাষক এম সুশান্ত, বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন স্বাশিপের সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক গাজী, স্বাশিপের সাতক্ষীরা জেলা সিনিয়র সহসভাপতি সহকারী অধ্যাপক মোস্তফা আব্দুল্লাহ আল মামুন, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোঃমফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ আকবর হোসেন, দপ্তর সম্পাদক প্রভাষক মোঃ আমিনুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, প্রভাষক নির্মল বাবু, সিনিয়র শিক্ষক মোঃ জাফর উল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোমিনুর রহমানকে সভাপতি করে সাত সদস্য বিশিষ্ট স্বাশিপে’র প্রাতিষ্ঠানিক কমিটি গঠন করা হয়।