
শহর প্রতিনিধি :
পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র তাজকিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ৮নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম বাবু, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার ওবায়দুল্লাহির আসলাম, পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালেকা পারভীন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অভিভাবক সদস্য আব্দুস সামাদ ও মোঃ জামাল উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন মঞ্জু সরকার।