পহেলা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র‌্যালি ও সমাবেশ


383 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
পহেলা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র‌্যালি ও সমাবেশ
ডিসেম্বর ১, ২০১৫ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

আসাদুজ্জামান :
১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র‌্যালি ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিট কমান্ড কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিট কমান্ডার মশিউর রহমান মশুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা আবু নাসিম ময়না, মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, মুক্তিযোদ্ধা আবু বকর, মুক্তিযোদ্ধা হাসানুর ইসলাম প্রমুখ।

বক্তারা যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া তরান্বিত করে দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, বাংলাদেশের মাটিতে এখনো রাজাকাররা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রত্যেক স্বাধীনতাবিরোধীকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।

এ সময় বক্তারা ১ ডিসেম্বর রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবস পালন ও সরকারি ছুটি ঘোষণার দাবি জানান।