
এস, এম, আলাউদ্দিন সোহাগ ::
পাইকগাছার কালিনগরে সার্বজনীন শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ পূজা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলার দেলুটি ইউনিয়নের শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ পূজা মন্দিরের সেবক-সেবিকাবৃন্দ প্রতিবছর এ পূজার আয়োজন করে থাকে। প্রতিবছরের ন্যায় এবছরও আগামী ১৭ ফেব্রুয়ারি পূজার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সূচীর মধ্যে রয়েছে, রোববার বিকালে ধর্ম বিষয়ক আলোচনা, সন্ধ্যায় মঙ্গলঘট স্থাপন, রামায়ন পালা, রাত ৮ টায় পূজারম্ভ, প্রসাদ বিতরণ ও রাত ১০ টায় সামাজিক যাত্রাপালা। আয়োজক কমিটির সাবেক ইউপি চেয়ারম্যান সমর কান্তি হালদার জানান, প্রতি বছরের ন্যায় এবছরও পূজা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করছি কালিনগর কলেজ সংলগ্ন লক্ষ্মীনারায়ণ পূজা মন্দিরে উৎসবমূখর পরিবেশে মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজা অনুষ্ঠিত হবে।