
এস,এম, আলাউদ্দিন সোহাগ ::
খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়ন থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে। অজ্ঞাত লাশটি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গজেন্দ্রপুর গ্রামের হরিবোলা মন্ডলের ছেলে নির্মল মন্ডল (৬০)। শনিবার বিকেলে থানা পুলিশ উপজেলার দেলুটি ইউনিয়নের জকারহোলা গ্রামের প্রায়ত ইউপি সদস্য দিপকের বাড়ীর সামনে একটি বেঞ্চের উপর থেকে সংবাদ পেয়ে নির্মলের লাশ উদ্ধার করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, সে শনিবার দুপুর থেকে বিকেলে যেকোন সময় মারা যেতে পারে। ওসি এজাজ শফী জানান, লাশটি সন্ধ্যায় উদ্ধার করা হলেও শনিবার পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি। রোববার তথ্য প্রযুক্তি ও সনাতন পদ্ধতি ব্যবহার করে লাশের পরিচয় উদঘাটন করা সম্ভব হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণে জানা যাবে।