
শেখ আসাদুজ্জামান (মুকুল), দরগাহপুর:
পাইকগাছা উপজেলার ৮নং রাড়–লী(বাঁকা) ইউনিয়ানে আগামী ২২শে মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারমান প্রার্থী হিসাবে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারমান আব্দুল মজিদ গোলদার, বি.এন.পি থেকে ইউনিয়ন বি.এন.পির সাধারন সম্পাদক হাবিবুর রহমান(হাবিব), জাতীয় পার্টির মোহাম্মাদ গোলদার এবং মোঃ আঃ রাজ্জাক গাজী স্বতন্ত্র প্রার্থী হিসাবে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। জামায়াতের পক্ষে রাড়–লীতে এ নির্বাচনে কোন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেনা।
নির্বাচনকে কেন্দ্র করে সাধারন মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে হাটে-বাজারে সর্বত্র বইছে নির্বাচনী ইমেজ। চায়ের দোকানে চলছে প্রার্থী ও সাধারণ ভোটাদের আড্ডা। আড্ডার ফাঁকে প্রার্থীরা ভোটারদের সাথে মতবিনিময় করে নিচ্ছেন এবং এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের নিকট প্রার্থীরা দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করছেন। আর সাধারণ ভোটাদের মধ্যে চলছে চুল চেরা বিশ্লেষণ, ৪জন প্রার্থীর মধ্যে কে হচ্ছেন জনগণের অবিভাবক। যে প্রার্থী সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের সুখে দুঃখে , বিপদে আপদে পাশে থাকবে এমন প্রার্থীকেই ভোট দিবে ভোটাররা এমন মন্তব্য সাধারণ ভোটারদের