
এস,এম, আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা :
পাইকগাছার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কেজিএইচএফ মৌখালী ইউনাইটেড একাডেমির অবসরপ্রাপ্ত ৫ শি¶ককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সকালে ইউনাইটেড একাডেমির অডিটরিয়ামে পরিচালনা পর্ষদের সভাপতি হায়দার আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগনেতা আক্তারুজ্জামান সুজা। ¯^াগত বক্তব্য রাখেন, প্রধান শি¶ক শশাংক শেখর বাছাড়। বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী, প্রকৌশলী মারুফ বিল্লাহ, সাংবাদিক আব্দুল আজিজ, আব্দুল হাই মিন্টু, ইবাদুল হক গাইন। বক্তব্য রাখেন, শি¶ক নুরুল ইসলাম, রাফেজা খানম, প্রাক্তন ছাত্রী রোজিনা ইয়াসমিন রাণী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শি¶ার্থী পারভীন সাথী, রমেনা খাতুন ও ছাত্রলীগনেতা শিবলী সাদিক। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত প্রধান শি¶ক অবনিন্দ্র নাথ সানা, সহকারী প্রধান শি¶ক আবছার আলী মোল্লা, সহকারী শি¶ক মিজানুর রহমান মোল্লা, অনিল কৃষ্ণ মন্ডল ও মৃগঙ্গ মোহন ঢালীকে সম্মাননা ক্রেস্ট ও মানপত্র প্রদান করা হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত শি¶কদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।