
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বাবলু (৩৫) নামে অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবক উপজেলার গড়ইখালী ইউনিয়নের শান্তা গ্রামের মুজিবর সানার ছেলে। বুধবার শেষ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিএডি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে র্যাব-৬ অভিযান চালিয়ে উপজেলার সোলাদানা ইউনিয়নের পারবয়ারঝাপা ফকিরপাড়া জামে মসজিদের সামনে থেকে একটি দেশী তৈরী পিস্তলসহ বাবলুকে হাতে-নাতে আটক করে। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা এস,আই আবু সাঈদ জানান। যার নং- ০৯, তাং- ০৮/০৭/২০১৫। আটক বাবলু সুন্দরবন অভ্যন্তরে দুস্যতা কাজে জড়িত থাকার কথা র্যাবের কাছে স্বীকার করেছে বলে ওসি আশরাফ হোসেন জানান।