
এস,এম, আলাউদ্দিন সোহাগ ::
আউট-অব-স্কুল-চিলড্রেন এডুকেশন কর্মসূচীর উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা রোববার সকালে পাইকগাছা উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় সাব-কম্পোনেন্ট ২.৫, পিইডিপি-৪ এর আওতায় এ কর্মসূচী শুরু হয়েছে। অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারি পরিচালক হিরামন কুমার বিশ্বাস, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী। মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ স্বাগত বক্তব্য প্রদান করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খান মোহাম্মাদ আলমগীর হোসেন, প্রভাষক মোমিন উদ্দীন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপজেলা প্রোগ্রামার শেফালী খাতুন, যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম, এটিও আলমগীর হোসেন, সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ, এন ইসলাম সাগর, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, কাউন্সিলর আব্দুল গফফার, উপ-ব্যবস্থাপক পরিবীক্ষণ, আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচী আশ্রয় ফাউন্ডেশনের শেখ আল হেলাল, আশ্রয় ফাউন্ডেশনের খুলনা জেলা ম্যানেজার স্মৃতি নূর, প্রধান শিক্ষক আশুতোষ মন্ডল, মোঃ নূরুজ্জামান, রবিন্দ্র নাথ রায়। উপস্থিত ছিলেন- ষোলআনা সমবায় সমিতির সাধারন সম্পাদক ইলিয়াস হোসেন, মুক্তি ফাউন্ডেশনের সমন্বয়কারী জোসেফ মন্ডল, উপজেলা প্রোগ্রামার অমর কান্তি ঘোষ, মুস্তাফিজুর রহমান ও নাসরিন সুলতানা। আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচী বাস্তবায়ন সহায়ক সংস্থা আশ্রয় ফাউন্ডেশন এবং সহযোগী সংস্থা মুক্তি ফাউন্ডেশন।