
এস, এম, আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা :
কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে আসন্ন খুলনার পাইকগাছা পৌরসভা নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে গোল্ডেন এপ্লাস নিয়ে আওয়ামীলীগের সেলিম জাহাঙ্গীর নৌকা প্রতীক নিয়ে বেসরকারী ভাবে পূণরায় মেয়র নির্বাচিত হয়েছেন।
বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোতায়ন করা হয় বিজিবি, র্যাব ও পুলিশ। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সাধারণ ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করে। সারাদিনে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ৩ মেয়র প্রার্থীর মধ্যে বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীর ৯টি কেন্দ্রেই জয়লাভ করেছেন। ফলে পৌরসভা প্রতিষ্ঠার পর বিগত ৩টি নির্বাচনের ন্যায় এবারের নির্বাচনেও মেয়র পদটি আওয়ামীলীগের অনুকূলে রয়েছে।
৩ প্রার্থীর মধ্যে আ’লীগের সেলিম জাহাঙ্গীর (নৌকা-৬,৩৮৮), বিএনপি’র এ্যাডঃ জিএম আব্দুস সাত্তার (ধানের শীষ-২,৬০৩) ও স্বতন্ত্র (জামায়াত) এ্যাডঃ আব্দুল মজিদ (নারিকেল গাছ-৫৯৪)। অপরদিকে সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আলাউদ্দীন গাজী (উটপাখি), ২নং ওয়ার্ডে অহেদ আলী গাজী (উটপাখি), ৩ নং ওয়ার্ডে গাজী আব্দুস সালাম (উটপাখি), ৪ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান (পাঞ্জাবী), ৫ নং ওয়ার্ডে রবি শংকর (টেবিল ল্যাম্প), ৬ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সেলিম নেওয়াজ (পাঞ্জাবী), ৭ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শেখ মাহাবুবর রহমান রঞ্জু (ডালিম), ৮ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর কাজী নেয়ামুল হুদা কামাল (উটপাখি), ৯ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এসএম ইমদাদুল হক (উটপাখি), সংরক্ষিত-১ সরবানু বেগম (কাঁচি), সংরক্ষিত-২ বর্তমান কাউন্সিলর কবিতা দাশ (বিনা প্রতিদ্বন্দীতায়), সংরক্ষিত-৩ বর্তমান কাউন্সিলর আসমা আহম্মেদ (কাঁচি) প্রতীক নিয়ে জয়লাভ করেছেন।