
এস,এম, আলাউদ্দিন সোহাগ ::
পাইকগাছায় পূর্ব শত্রুতার জেরে হ্যাচারীতে কীটনাশক প্রয়োগ করে ২ লাখ টাকার কাঁকড়া বিনষ্টের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার শ্রীকন্ঠপুরের এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। পাইকগাছা পৌরসভার সরল গ্রামের ৫নং ওয়ার্ড বাসিন্দা নুর ইসলাম জানিয়েছেন, রাড়–লী ইউপির শ্রীকন্ঠপুরে তার ১০ বিঘা আয়তনের একটি কাঁকড়া হ্যাচারী রয়েছে। বৃহস্পতিবার ভোরে তার প্রতিপক্ষরা হ্যাচারীতে কীটনাশক প্রয়োগ করে প্রায় ২ লাখ টাকার ক্ষয়-ক্ষতি করেছেন। এ ঘটনায় তিনি শ্রীকন্ঠপুরের মজিদ গাজী, সোবহান সরদার, আরশাদ গাজী, কাশেম গাজীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
##