
পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় মারপিট ও চাঁদাবাজী মামলায় বিএনপিনেতা ও ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক সহ ১৩ জন আসামীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। সোমবার সকালে সোলাদানা ইউপি চেয়ারম্যান এনামুল সহ মামলার ৩১ আসামী পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জামশেদুল হকের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক ৩১ আসামীর মধ্যে ১৮ জনের জামিন মঞ্জুর এবং ইউপি চেয়ারম্যান এনামুল সহ ১৩ আসামীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন বলে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই বিশ্বজিৎ অধিকারী। উল্লেখ্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ২৪ মে ইউনিয়নের পারবয়ারঝাপা গ্রামের জালাল উদ্দীনের ছেলে হাফিজুর রহমান বাদী হয়ে মারপিট ও চাঁদাবাজীর অভিযোগ এনে চেয়ারম্যান এনামুল সহ ৩১ জনকে আসামী করে থানায় মামলা করেন। যার নং- ১৭। ###