
এস,এম, আলাউদ্দিন সোহাগ পাইকগাছা :
পাইকগাছায় চাকুরী জাতীয় করণের দাবীতে কমিউনিটি ক্লিনিকে কর্মরতরা কর্মবিরতি পালন করেছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে রোববার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৭টি কমিউনিটি ক্লিনিকে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়। বাংলাদেশ কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার এ্যাসোসিয়েশনের উপজেলা সভাপতি অনুপম বিশ্বাস ও সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম জানান, বর্তমান সরকারের স্বাস্থ্য সেবায় সাফল্য অর্জনে দেশে ১৪ হাজার কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। অথচ বিগত ৪ বছর হেল্থ কেয়ার প্রোভাইডাররা সরকারের নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। স্বাস্থ্য মন্ত্রী সহ একাধিক মন্ত্রী, এমপি কর্মরতদের চাকুরী জাতীয় করণের প্রতিশ্রুতি দিয়ে আসলেও আজও তা বাস্তবায়ন হয়নি। ফলে এ্যাসোসিয়েশনের পক্ষথেকে দাবী বাস্তবায়নে ১৪ ফেব্রুয়ারী থেকে ১৬ ফেব্রুয়ারী পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে কর্মবিরতি পালনের সীদ্ধান্ত গ্রহণ করা হয়। সরকার দাবী মেনে না নিলে আগামী ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার হেল্থ কেয়ার প্রোভাইডাররা প্রকল্প কার্যালয় বিএমআরসি ভবন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রতীকি অনশন সহ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন করবে। এদিকে রোববারের কর্মবিরতি পালনের ফলে মারত্মক ভাবে ব্যাহত হয় সেবা কার্যক্রম। ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকতে হয় কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা নিতেআসা সাধারণ মানুষদের।