
এস,এম আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা ঃ
পাইকগাছায় চেয়ারম্যানকে না পেয়ে চেয়ারম্যানের স্ত্রী ও সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইয়াসমীন আক্তার (২৮) কে লোহার রড দিয়ে বেপরোয়া পিটিয়ে জখম করেছে দুর্বত্তরা। গুরত্বর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংখ্যা জনক দেখা দেয়ায় কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করেছে।
শনিবার গভীর রাতে একদল দুবৃর্ত্ত উপজেলার সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান এস,এম, এনামুল হকের পৌরসভাস্থ হাসপাতাল রোডে অবস্থিত বাড়ীতে হামলা চালায়। চেয়ারম্যান এনামুলকে না পেয়ে তার কন্যা নবম শ্রেণি পড়–য়া ইশিতা এনাম ও চতুর্থ শ্রেণি পড়–য়া আল-শাহারিকে অস্ত্রের মুখে বেধে রেখে তার মাকে বেধড়ক মারপিট করে আলমারীর চাবী নিয়ে নেয়। পরে আলমারীতে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণের অলংকার নগদ অর্থ নিয়ে চলে গেছে। থানা থেকে মাত্র আধা কিলোমিটার দুরে হাসপাতালের নিকটে এ ধরনের দুধর্ষ ঘটনা হতবাক এলাকাবাসী। এ ব্যাপারে এস,এম এনামুল হকের কাছে জানতে চাইলে তিনি জানান, কয়েক দিন ধরে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার কর্মী বাহিনীর উপর প্রতিদিন হুমকি ধামকির পাশপাশি হামলা চালাচ্ছে। এমনকি আমাকে জীবন নাশের হুমকি দিয়ে আসছে। এরই অংশ হিসাবে আমার প্রতিপক্ষ প্রার্থীর বহিরাগতদের দিয়ে আমাকে হত্যার ষড়যন্ত্র করছে বলে আমার ধারনা।