
এম এম আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা (খুলনা) :
পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের নব নির্বাচিত বিএনপি দলীয় ইউপি চেয়ারম্যান জোয়াদুর রসুল বাবু’র নামে থানায় মামলা হয়েছে। আওয়ামী লীগের দলীয় কার্যালয় এবং জাতির জনক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে অগ্নিসংযোগের অভিযোগে এ মামলা হয়েছে। এদিকে অগ্নিসংযোগের ঘটনায় গত বৃহস্পতিবার ইউনিয়ন আ’লীগের উদ্যোগে প্রতিবাদ সভাও অনুষ্ঠিত হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণার পর উপজেলার চাঁদখালী ইউপির পরাজিত আওয়ামী লীগ দলীয় প্রার্থীর বাড়িতে একদল দুর্বৃত্তরা ইট-পাটকেল নিক্ষেপ করে চাঁদখালী বাজারে অবস্থিত ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করে। এ সময় আগুনে দলীয় কার্যালয় সম্পূর্ণ পুড়ে যায় এবং জাতির জনকসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও পুড়ে যায়। এ ঘটনায় চাঁদখালী ইউপির কালিদাশপুর গ্রামের মৃত মাহাতাব সরদারের ছেলে ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ আবু হায়দার সরদার বাদী হয়ে বিএনপি দলীয় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ জোয়াদুর রসুল বাবুকে প্রধান করে ২৫ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৮০/৯০ জনের নামে থানায় মামলা হয়েছে। মামলা নাং ১৬, তাং ২৪/০৩/১৬। থানার ওসি (তদন্ত) মোঃ আলমগীর কবির মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।