পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের ভেড়িবাঁধে পাইপ বসিয়ে পোল্ডারে লবণ পানি উত্তোলনের অভিযোগ


444 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের ভেড়িবাঁধে পাইপ বসিয়ে পোল্ডারে লবণ পানি উত্তোলনের অভিযোগ
মার্চ ৮, ২০১৮ খুলনা বিভাগ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

এস,এম, আলাউদ্দিন সোহাগ ::
পাইকগাছায় চিংড়ি ঘের মালিকদের বিরুদ্ধে রাতের আঁধারে পানি উন্নয়ন বোর্ডের ভেড়িবাঁধ কেটে পাইপ বসিয়ে পোল্ডারে লবণ পানি উত্তোলন করার ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ হয়েছে। ইউএনও’র নির্দেশে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা শহিদুল্লাহ মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করলেও গত ১৭ দিনেও তিনি কোন ব্যবস্থা নেননি বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, উপজেলার গড়ইখালী ইউপির ১০নং পোল্ডারস্থ বাসাখালী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ভেড়িবাঁধের তলদেশ কেটে পাইপ বসিয়ে পোল্ডার অভ্যন্তরে লবণ পানি উত্তোলন করে চিংড়ি ঘের করার অভিযোগ উঠেছে স্থানীয় মাহফুজুর রহমান, মোস্তাফিজুর রহমান মন্টু, কোহিনুর সরদার, হাশেম গাজী, জাকির সানা সহ অনেকের বিরুদ্ধে। স্থানীয়রা অভিযোগ করেছেন, সম্প্রতি প্রভাবশালীরা রাতের আঁধারে বাঁধ কেটে এ পাইপ বসিয়ে ও ৩নং স্লুইজ গেটের ঢাকনা কেটে প্রভাবশালীরা পোল্ডারে লবণ পানি উত্তোলন করেছেন। আইলার মত অতীতের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে স্থানীয়রা জানান, প্রকৃতিক দূর্যোগ ও দুর্বিপাকে ওয়াপদার এ সমস্ত ক্ষতিগ্রস্থ স্থান ভেঙ্গে জলোচ্ছ্বাসে জান-মালের ব্যাপক ক্ষয়-ক্ষতির ইতিহাস রয়েছে। এ কারণেই এ সমস্ত ঘের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গত ১৮ ফেব্রুয়ারি স্থানীয় ইউপি সদস্য হান্নান গাজী, শহর আলী সরদার, তোহিদুজ্জামান, আব্দুল গণি সানা সহ অনেকেই উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান বলেন, ভেড়িবাঁধ কাটার অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনের পরেও কি ব্যবস্থা নেয়া হয়েছে এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের শাখা প্রকৌশলী শহিদুল্লাহ মজুমদার নিজেকে অসুস্থ থাকার কথা জানিয়ে বলেন, স্থানীয় দুটি প্রভাবশালী দ্বন্দ্ব ও ওয়াপদা কাটার ঘটনায় তিনি মামলা করবেন বলে ইঙ্গিত দিয়েছেন।
##