
এস, এম, আলাউদ্দিন সোহাগ ::
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ রবিউল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পাইকগাছা কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ফসিয়ার রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, নাসরিন আরা, প্রভাষক ইতি বৈরাগী, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক প্রভাষক আবু সাবাহ, শিক্ষার্থী তারানা জামান খুশি, স্বর্ণালী মন্ডল, নানজীবা তাসনিম ও সামিয়া মোকাররম। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ ও বই পড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বিশ্ব সাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।
##