
এস,এম, আলাউদ্দিন সোহাগ ::
পাইকগাছায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ৮টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে আনন্দ র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্ত্বরে “বঙ্গবন্ধুর জন্মদিন : রঙ ছড়ানো আলো, লাল-সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা, শিশু সমাবেশ ও প্রবন্ধ উপস্থাপন করা হয়। সকাল ১০টায় শিশুদের মধ্যে চিত্রাংকন, সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদ চত্ত্বরে প্রামাণ্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বিপ্লব, ওসি (অপারেশন) প্রবীণ চক্রবর্তী, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, মোঃ আব্দুল গফফার, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক এন. ইসলাম সাগর, সাংবাদিক আব্দুর রাজ্জাক বুলি, সহকারী শিক্ষা অফিসার শোভা রায় সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। প্রবন্ধ উপস্থাপন করেন প্রভাষক ময়নুল ইসলাম। অপরদিকে, দুপুরে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজীর সভাপতিত্বে ও প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আ’লীগনেতা নির্মল মজুমদার, মুক্তিযোদ্ধা জামাল উদ্দীন, জেলা যুবলীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, আফছার উদ্দীন মোল্লা, এ্যাডঃ শেখ আব্দুর রশিদ, প্রভাষক মোঃ নুরুজ্জামান, যুবলীগনেতা শেখ মাসুদুর রহমান, প্রণব কান্তি মন্ডল, উত্তম ঘোষ, আজিবর মোড়ল, দেবব্রত রায়, জগদীশ চন্দ্র রায়, মোঃ দাউদ শরীফ, বজলুর রহমান, আসিফ ইকবাল রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি এস,এম, মশিয়ার রহমান, মনোজ মন্ডল, আব্দুল মজিদ বয়াতি, লুৎফর রহমান, মাহবুবুর রহমান, শাওন, শরিফা আক্তার খুকুমনি, আনারুল খাঁ, ফিরোজা খাতুন, রমজান গাজী, কামরুল ইসলাম, ইমরান হোসেন ও রেজা। এর আগে সকালে লতার বিজিপি শামুকপোতা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আলমগীর খলিফা, কৃষ্ণ রায়, আজিজুল বিশ্বাস, প্রধান শিক্ষক বাসুদেব চক্রবর্তী, নাদিরা আক্তার, লক্ষ্মণ চন্দ্র মন্ডল, আ’লীগনেতা নির্মল চন্দ্র বৈদ্য ও আবুল হাসান।
##