
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ফোরামের সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মিস্ত্রী, অধ্যক্ষ আব্দুল হামিদ, ফোরামের সহ-সভাপতি এসএম আলাউদ্দীন সোহাগ, বি সরকার, সাধারণ সম্পাদক আলাউদ্দীন রাজা, কোষাধ্যক্ষ ইমদাদুল হক, দপ্তর সম্পাদক এমআর মন্টু, প্রমোথ রঞ্জন সানা, নজরুল ইসলাম, বিভূতি ভূষণ ঢালী, আমিনুল ইসলাম বজলু, কৃষ্ণ রায়, আব্দুর রাজ্জাক বুলি, আবুল হাসেম ও অমল মন্ডল। সভায় বক্তারা সারাদেশে পেশাদার সাংবাদিকদের তালিকা প্রনয়ন সাংবাদিক নিয়োগ নীতিমালা ও সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রনয়ন করার দাবী জানান।
##
পাইকগাছায় সোলাদানা ইউপি চেয়ারম্যান এনামুলের জামিন লাভ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় নির্বাচনী সহিংসতার অভিযোগে দায়েরকরা মামলায় জামিন পেয়েছেন ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক। বুধবার চেয়ারম্যান এনামুল হক কয়রার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট জাহিদুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক জামিন মঞ্জুর করেন বলে চেয়ারম্যান এনামুল জানিয়েছেন।
উল্লেখ্য নির্বাচনী সহিংসতার অভিযোগে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীর সমর্থক দীঘা গ্রামের অজিত দফাদারের ছেলে রাম প্রসাদ বাদী হয়ে সোলাদানা ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হককে আসামী করে পাইকগাছা থানায় মামলা দায়ের করেন। অবশেষে আলোচিত এ মামলা থেকে জামিন পেয়েছেন চেয়ারম্যান এনামুল।