
এস,এম, আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা :
খুলনার পাইকগাছায় শষ্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচী প্রকল্পের আওতায় বুধবার সকালে কপিলমুনির রামনগর জামে মসজিদ মাঠে তা অনুষ্ঠিত হয়।
ব্র্যাকের খুলনা জোনের উর্দ্ধতন আঞ্চলিক কর্মকর্তা সুভাষ চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবিরউদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, ব্র্যাকের এরিয়া ব্যবস্থাপক নুরে আলম সরকার, উর্দ্ধতন কৃষি কর্মকর্তা এমএম মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, ব্র্যাকের উপজেলা ব্যবস্থাপক শাহিন আলম।
বক্তব্য রাখেন, ইউপি সদস্য আব্দুস সালাম মোড়ল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অরুন কুমার পাল, ইকবাল হোসেন, কৃষক রুহুল কুদ্দুস ও আঞ্জুয়ারা বেগম। অনুষ্ঠানে ২৫ জন কৃষকের মাঝে নগদ অর্থ ও কৃষি উপকরণ প্রদান করা হয়।