
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
শনিবার পাইকগাছায় সকাল ১০ টায় উপজেলা এ্যাসিল্যান্ড অফিসে মানুষের জন্য সহযোগিতায় ভুমিজ ফাউন্ডেশনের আয়োজনে সরকারি কর্মকর্তা ও দলীত প্রতিনিধির সমন্বয়ে এক মিটিং অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, কুসুম সরকার, সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমুল হক, মোঃ জাহাঙ্গীর, কার্ত্তিক চন্দ্র হালদার, মোঃ আব্দুল হাই, ভুমিজের প্রজেক্ট ম্যানেজার সৈয়দ আব্দুল্লাহেল হাদী, মশিউর রহমান অর্জুন বিশ্বাস, নেত্রী রানী বেগম, লক্ষ্মী রানী, পঞ্চু দাস প্রমুখ। সভায় ভুমিহীনদের তালিকায় অন্তজদের অন্তভুক্তি খাস জমি এবং জলমহল ইজারা পাওয়ার ক্ষেত্রে তাদের দাবী তুলে ধরা হয়। সহকারী কমিশনার (ভুমি) এর পক্ষ থেকে বিষয়টি সহানুভুতিশীল হিসাবে দেখবে বলে আশ্বস্ত করেন।