পাইকগাছায় মিঠু হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


453 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
পাইকগাছায় মিঠু হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জুলাই ১৬, ২০১৫ Uncategorized
Print Friendly, PDF & Email

পাইকগাছা প্রতিনিধি :
খুলনার পাইকগাছায় যুবক মিঠু গাজীকে পিটিয়ে নির্যাতনের পর মুখে বিষ ঢেলে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে বৃহস্পতিবার সকালে হাজারো নারী-পুরুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি বাজার সংলগ্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, শহিদুল ইসলাম গাজী, মাস্টার রশীদুজ্জামান, কামরুজ্জামান খোকন, ইউপি সদস্য কওসার আলী জোয়াদ্দার, ইজাহার আলী গাজী, আলাউদ্দীন, বদরুল আলম, ফজিলাতুন্নেছা, নিহতের ভাই মিজানুর রহমান, বোন আরিফা খাতুন। এ সময় এলাকাবাসীর উদ্দেশ্যে বিশেষ বক্তব্য রাখেন, ওসি আশরাফ হোসেন। সমাবেশের আগে বিক্ষোভ মিছিল চলাকালে পাইকগাছা-খুলনা সড়ক অবরুদ্ধ হয়ে দু’ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। সমাবেশে বক্তারা ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।
উল্লেখ্য, উপজেলার বিরাশি গ্রামের হোসেন আলী কবিরাজের মেয়ে আয়েশার সাথে পার্শ্ববর্তী সিলেমানপুর গ্রামের আবু বকর গাজীর ছেলে মিঠু গাজী (২৬) এর সাথে প্রেমজ সম্পর্ক গড়ে উঠে। এরই সূত্র ধরে ঘটনার দিন ১৩ জুলাই (সোমবার) দুপুরে বাড়ীতে ডেকে নিয়ে প্রেমিকার পরিবারের লোকজন মিঠুকে পিটিয়ে নির্যাতনের পর মুখে জোরপূর্বক বিষ প্রয়োগ করলে চিকিৎসার উদ্দেশ্যে খুলনায় নেয়ার পথে পথিমধ্যে আগড়ঘাটা স্থানে তার মৃত্যু হয়। ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে থানায় হোসেন গাজীসহ ৫জনকে আসামী করে থানায় হত্যা মামলা করে।