
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় সরল আইপিএম কৃষি সমবায় সমিতির পক্ষ থেকে পূণরায় নির্বাচিত মেয়র সেলিম জাহাঙ্গীরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে সমিতির জিরো পয়েন্টস্থ কার্যালয়ে সভাপতি শ্যাম সুন্দর মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে মেয়র সেলিম জাহাঙ্গীর, কাউন্সিলর কবিতা দাশ, এসএম তৈয়েবুর রহমান ও রবি শংকর মন্ডলকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, সাংবাদিক আব্দুল আজিজ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিন্টু রায়। বক্তব্য রাখেন, নগেন্দ্রনাথ শীল, প্রশান্ত মন্ডল, কৃষ্ণপদ মন্ডল, নিত্য মুখার্জী, আলেক গাজী, অনাথ বন্ধু মন্ডল, কৃষ্ণারানী মন্ডল, সুব্রত মন্ডল, স্বরদীনি ব্যানার্জী, গীতা রানী মন্ডল ও চায়না রানী মন্ডল। অনুষ্ঠান পরিচালনা করেন, আইপিএম কৃষি সমিতির সাধারণ সম্পাদক অনুকূল ব্যানার্জী।