
এস,এম, আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা :
পাইকগাছায় অনৈতিক কর্মকান্ডের ঘটনায় কে.ডি সাহাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকার অপসারণ ও শাস্তির দাবীতে এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এক বিক্ষোভ মিছিল পাইকগাছা-কয়রা ভায়া চাঁদখালী সড়ক প্রদক্ষিণ শেষে সংশ্লিষ্ট বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, রজব আলী গাজী, কামরুল ইসলাম, বারিক গাজী, সুব্রত মন্ডল, আজম আলী, রিপন সরদার, ইসমাইল মালী, মনা সরদার, আসারুল গাজী, রহমত মোড়ল ও পল্লব কুমার নাথ। কর্মসূচি চলাকালীন এক পর্যায়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরমানন্দ বিশ্বাস বিক্ষুব্ধ জনতার তোপের মুখে অবরুদ্ধ হয়ে পড়ে এবং শিক্ষকদ্বয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাসের প্রেক্ষিতে মুক্ত হন। কর্মসূচির মাধ্যমে বক্তারা অভিযুক্ত শিক্ষক শেখ হেলাল মাসুদ ও মিঠু রাণী মন্ডলের অপসারণ ও শাস্তির দাবী জানিয়ে তাদের অধিনে ক্লাশ বর্জনের ঘোষণা দেন। শেষে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উল্লেখ্য, গত ২৪ জুলাই রাতে পৌরসদরস্থ মিঠু রাণী মন্ডলের বাসায় অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় স্থানীয় জনতা মিঠু রাণী ও হেলালকে হাতে-নাতে ধরে ফেলে।