
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় নিম্নচাপের প্রভাবে শিবসা-কপোতাক্ষসহ বিভিন্ন নদ-নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়েছে। নদীর উপচে পড়া পানিতে পৌর বাজারসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে মারাত্মকভাবে ব্যহত হয়েছে স্বাভাবিক কাজ-কর্ম ও ব্যবসায়ী লেনদেন। উল্লেখ্য, গত কয়েকদিনের সৃষ্ট ঘুর্ণিঝড় কোমেন দুর্বল হয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়। এর প্রভাবে ভরা পূর্ণিমায় শুক্রবার থেকে শিবসা-কপোতাক্ষসহ এলাকার নদ-নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পায়। ফলে শনিবার সকালে শিবসার জোয়ারের উপচে পড়া পানিতে পৌর বাজারের কাঁচা বাজার, কাপড় পট্টি, কাঁকড়া মার্কেট, চিংড়ি বিপণন মার্কেটসহ বিস্তীর্ণ এলাকা পানিতে প্লাবিত হয়ে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। মারাত্মকভাবে ব্যাহত হয় ব্যবসায়ী কার্যক্রম বলে জানান ব্যবসায়ী শফিয়ার রহমান।