
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের আওতায় ইস্যুভিত্তিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবিরউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শাহানারা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ শেখ সুফিয়ান রুস্তম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস,এম, কবির হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ মশিউর রহমান মুকুল, ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন। বক্তব্য রাখেন, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি জি,এম, মিজানুর রহমান ও সম্পাদক হাফিজুর রহমান রিন্টু।