
পাইকগাছা প্রতিনিধি ॥
খুলনার পাইকগাছায় ৭০ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক দম্পতি উপজেলার গদাইপুর গ্রামের রহমত উল্লাহর ছেলে মুজিবর রহমান (৪৫) ও তার স্ত্রী খোদেজা বেগম (৪০)।
জানাগেছে শনিবার সকালে সোলাদানা বাজার এলাকায় স্বামী-স্ত্রী দু’জন দুটি ব্যাগ নিয়ে ঘোরা-ফেরা করার সময় তাদের গতিবিধি সন্দেহ হলে স্থানীয় জনতা থানাপুলিশকে খবর দেয়। পরে থানার এস,আই জহুরুল ইসলাম ও এস,আই বিশ্বজিত অধিকারী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে দুটি ব্যাগ ভর্তি ৭০ বোতল ফেনসিডিলসহ তাদেরকে হাতে-নাতে আটক করে। এ ঘটনায় এস,আই জহুরুল ইসলাম বাদী হয়ে থানায় মাদক আইনে মামলা করেছে বলে ওসি আশরাফ হোসেন জানান ভয়েস অব সাতক্ষীরা ডটকমকে জানিয়েছেন।