
কপিলমুনি প্রতিনিধি ::
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি শামীম কবির ও সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েত কে নির্বাচিত করায় বি এন পি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, খুলনা ৪ আসনের গণ মানুষের নেতা আজিজুর বারী হেলাল, কেন্দ্রীয় যুবদলের বিপ্লবী সভাপতি সাইফুল ইসলাম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও খুলনা জেলা বি এন পি’র বিপ্লবী সংগঠনিক সম্পাদক মনিরুল হাসান বাপ্পিকে প্রাণ ঢালা অভিন্দন ও শুভেচ্ছা জনিয়ে বিবৃতি দিয়েছেন পাইকগাছা থানা যুবদল নেতা তহিদুজ্জামান মুকুল, শেখ আবু তালেব, সাইদুর রহমান তুহিন, আঃ লতিফ সরদার, আমানুর সরদার, আঃ রাজ্জাক, এম ছামাদ হাসান, আজিজুর, হাবিবুর রহমান, কামরুল হাসান, খলিল বিশ্বাস, হারুনার রশিদ, হাফিজ, লিপু, আক্তারুল ইসলাম, ইমরান, মোঃ আফজাল হোসেন, মাসুম, ফারুক, পংকজ, দিপঙ্কর, রাসেল প্রমুখ। অনুরূপ ভাবে বিবৃতি দিয়েছেন কপিলমুনি কলেজ ছাত্রদল নেতা আলমুন হুসাইন (লিপু), আঃ বারী, মাছুম, শাহারিয়ার, আফজাল, আক্তার হোসেন, মামুন, রাসেল, আরিফ, আলমগীর, নাজমুল, ফিরোজ, দিপংকর, পংকজ, সাইফুল, ইমরান, ফারুক, জুলফিক্কার, মনিরুল, রাহাদ, রমজান, বাপ্পী, রাসেল, বাবু ও মনি প্রমুখ।