পাইকগাছা পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন


394 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
পাইকগাছা পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
মার্চ ১৭, ২০১৮ খুলনা বিভাগ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

এস,এম, আলাউদ্দিন সোহাগ ::
পাইকগাছা পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সংগঠণের পৌর সদরস্থ পোনা মার্কেট কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১০২ জন ভোটারের মধ্যে ১০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে ৩ প্রার্থীর মধ্যে চেয়ার প্রতীকে ৪৮ ভোট পেয়ে মোঃ নুর ইসলাম গাজী, সাধারণ সম্পাদক পদে ৩ প্রার্থীর মধ্যে ফুটবল প্রতীকে ৬৪ ভোট পেয়ে বিপ্লব রায়, সহ-সাধারণ সম্পাদক পদে ২ প্রার্থীর মধ্যে হাঁস প্রতীকে ৪৮ ভোট পেয়ে মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক পদে ২ প্রার্থীর মধ্যে হরিণ প্রতীকে ৫৩ ভোট পেয়ে আজিজুল ইসলাম নির্বাচিত হন। এর আগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আশরাত ঢালী সহ-সভাপতি, হাবিবুর রহমান শেখ কোষাধ্যক্ষ, লিটন শিকদার প্রচার সম্পাদক ও ইব্রাহিম মোল্লা দপ্তর সম্পাদক নির্বাচিত হন। নির্বাচন শেষে নর্ব-নির্বাচিত শ্রমিক নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু। নির্বাচন কমিশনার ছিলেন রেজাউল করিম মিন্টু, সহকারী ছিলেন শাহাবান আলী গাজী, রমজান আলী ও সাজ্জাত আলী।
##