পাইকগাছা সংবাদ ॥ আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা


429 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
পাইকগাছা সংবাদ ॥ আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা
মার্চ ২২, ২০১৮ খুলনা বিভাগ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

এস, এম, আলাউদ্দিন সোহাগ ::
পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন ও সেবা সপ্তাহের অংশ হিসাবে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, মোঃ আব্দুল গফফার, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, প্রকৌশলী আবু সাঈদ, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত কুমার দত্ত, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, খাদ্য গুদাম কর্মকর্তা তরুণ বালা, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, ইন্সট্যাক্টর রণজিৎ কুমার মিস্ত্রী। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল ও সাংবাদিক আব্দুল আজিজ। অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন দপ্তর ও দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রশিক্ষণার্থী যুবদের মাঝে ঋণ বিতরণ করা হয়। শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের পাশাপাশি লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র, সরকারি বিভিন্ন দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
##


পাইকগাছায় মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত
এস, এম, আলাউদ্দিন সোহাগ ::
পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, রিপন কুমার মন্ডল, কওছার আলী জোয়াদ্দার, গাজী জুনায়েদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, এসআই লিটন বিশ্বাস, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, শিক্ষক মৃণাল কান্তি রায়, আ’লীগনেতা গাজী মিজান, সিএ গোলাম সরোয়ার খান ও কৃষ্ণ মন্ডল।
##
স্ত্রীকে ফিরে পেতে আদালতে মামলা দায়ের স্বামীর
এস, এম, আলাউদ্দিন সোহাগ ::
স্ত্রীকে ফিরে পেতে স্বামী অমিত কুমার ঢালী পাইকগাছা উপজেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। মামলাটি আমলে নিয়ে ভিকটিম উদ্ধারের জন্য থানাকে নির্দেশ প্রদান করে বিবাদিদের শোকজ নোটিশ প্রদান করেছেন আদালত। আদালতে দায়েরকৃত মামলা সুত্রে জানা গেছে, উপজেলার লস্কর গ্রামের সাংবাদিক বিভুতি ভূষণ ঢালীর জেষ্ঠ্য পুত্র অমিত কুমার ঢালীর সহিত পারিবারিক মতামতের ভিত্তিতে জেলার কয়রা উপজেলার উত্তর মঠবাড়ী গ্রামের মৃতঃ যশকান্ত সরকারের ছোট মেয়ে নুপুর সরকারের সাথে গত ০৮/০৫/১৭ তারিখ হিন্দু ধর্মীয় বিধানমতে বিয়ে হয়। বিয়ের পর থেকে দাম্পত্য জীবন ভালভাবেই চলছিল তাদের। পরবর্তিতে অমিত তার স্ত্রী নুপুরকে সাথে নিয়ে শ্বশুরালয়ে যায়। সেখানে যাওয়ার পর পূর্ব পরিকল্পিতভাবে শ্বাশুড়ী, ভাইসহ বাড়ির লোকজন সংঘবদ্ধ হয়ে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে অমিতের সাথে ঝগড়া বিবাদ শুরু করে দেয়। এক পর্যায়ে অমিত তার স্ত্রী নুপুরকে সাথে নিয়ে বাড়িতে চলে আসতে চাইলে শ্বশুর বাড়ির লোকজন বাঁধা দেয় এবং তার স্ত্রীকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক আটক রেখে অমিতকে পাঠিয়ে দেয়। এমনকি গত ২৮/০৬/২০১৭ তারিখে অমিতের স্ত্রী নুপুরকে গোপন স্থানে সরিয়ে ফেলে। স্ত্রী নুপুরকে আনার জন্য অমিত ও তার পরিবারবর্গ অমিতের শ্বশুরালয় সহ বিভিন্ন স্থানে খোজাখুজি করেও সন্ধান পাননি। ফলে অমিত এবং তার পরিবারবর্গ অতি কষ্টে আছেন। সর্বশেষ ০৯/০৩/১৮ তারিখে অমিত তার স্ত্রীকে আনার জন্য শ্বশুরলায় যান কিন্তু তার স্ত্রীকে আনতে ব্যর্থ হন। অমিতের পিতা সাংবাদিক বিভুতি ভুষণ ঢালী জানিয়েছেন, সেসহ তার পুত্র অমিত বিভিন্ন সময় নুপুরকে নিয়ে আসার চেষ্ঠা করেও তারা ব্যর্থ হয়েছেন। নুপুরের মায়ের বাড়ির লোকজন নুপুরের ইচ্ছার বিরুদ্ধে তাকে আটকিয়ে রেখেছেন। এ অবস্থায় স্ত্রীকে ফেরত পাওয়ার জন্য অমিত কুমার বাদী হয়ে নুপুরের মা চপলা সরকার, বড় ভাই জীবন সরকার, বৌদি মানষী সরকার এবং কাকা হরেকান্ত সরকারকে বিবাদী করে উপজেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে গত ২০ মার্চ মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে ভিকটিম উদ্ধারের জন্য থানাকে নির্দেশ প্রদান করেছেন এবং বিবাদিদের শোকজ নোটিশ প্রদান করেছেন বলে মামলার আইনজীবি এড. পরিমল চন্দ্র সরকার জানিয়েছেন।

##