
এস এম আলাউদ্দীন সোহাগ ::
পাইকগাছায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের যৌথ উদ্যেগে বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে “দূর্যোগে আগাম সর্তকবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, উপজেলা রেড ক্রিসেন্ট কর্মকর্তা শাহাদাৎ হোসেন রানা, উপসহকারী প্রকৌশলী সাইফুর রহমান ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ। পাইকগাছা প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আরশাদ আলী বিশ^াস, সাংবাদিক ¯েœহেন্দু বিকাশ, প্রভাষক বজলুর রহমান, ইলিয়াস হোসেন, সিপিপি’র কবির উদ্দিন সরদার, শেখ জুলি, বাধন হাসান, রথিন মন্ডল, নয়ন বিশ^াস, অনামিকা ঘোষ, রাশেদুজ্জামান রাসেল, কুসুম, তাপস ও শিলা।
#

পাইকগাছায় শেখ রাসেল দিবস উদযাপিত
এস এম আলাউদ্দীন সোহাগ ::
পাইকগাছায় শেখ রাসেল দিবস উদ্যাপন উপলক্ষে চিত্রাংকন, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে “শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান , সহকারী প্রোগ্রামার মৃদুলকান্তি দাশ, একাডেমিক সুপার ভাইজার মীর নুরে আলম সিদ্দিকী, ইউআরসি ইনস্ট্যাক্টর ঈমান আলী, সহকারী শিক্ষা অফিসার ফারুক হোসেন ও আছাদুজ্জামান।
#

পাইকগাছায় ব্রেষ্ট ক্যান্সার ও সার্ভিকাল ক্যান্সার স্ক্রিনিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
এস এম আলাউদ্দীন সোহাগ ::
পাইকগাছায় ব্রেষ্ট ক্যান্সার ও সার্ভিকাল ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম এর আওতায় সেমিনার ও ফ্রি স্ক্রিনিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সেলিমা ইনস্টিটিউট ফর ক্যান্সার ইমিউনোথেরাপী ও সেল থেরাপী (সিএফসিএক্ট) বায়োমেড মলিকুলার ডায়াগনাষ্টিকস্ এ সেমিনার ও ফ্রি স্ক্রিনিং এর আয়োজন করেন। ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ তাসনিম আরা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউক্যালস লিমিটেড এর জেনারেল ম্যানেজার আইয়ুব আলী মোড়ল। উপস্থিত ছিলেন এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা বৃন্দ।
#

ফসিয়ার রহমান মহিলা কলেজের উদ্যোগে ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) পালিত
এস এম আলাউদ্দীন সোহাগ ::
পাইকগাছার ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্টিত হয়। অধ্যক্ষ রবিউল ইসলামের সভাপতিত্বে ও সহকারী অধ্যপক ময়নুল ইসলামের সঞ্চালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, মুনসুর আলী গাজী , হোসনেয়ারা খানম, প্রভাষক আলহাজ¦ শহীদুল ইসলাম, শফিকুল ইসলাম, রেশমা সুলতানা, আব্দুল আলিম, নুর মোহাম্মদ, সাবেরা খাতুন, শিক্ষার্থী মুসফিকু জান্নাত মৌসি, ওজিফা আক্তার ও উম্মে জান্নাতুল ফেরদৌস। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা জালাল উদ্দীন।
#

ইউএনও মমতাজ বেগমকে শিব্সা সাহিত্য অঙ্গনের শুভেচ্ছা
এস এম আলাউদ্দীন সোহাগ ::
পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এর জন্য জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন শিব্সা সাহিত্য অঙ্গন ও সমাজ কল্যাণ সংস্থা’র নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে ইউএনও মমতাজ বেগমকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রেস ক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপক শেখ জাহিদুজ্জামান হ্যাপী, নিরাপদ সড়ক চাই নিসচা’র সভাপতি এইচ এম শফিউল ইসলাম, সহ সভাপতি ইলিয়াস হোসেন ও মোনালিসা।