পাইকগাছা সংবাদ ॥ ইউপি নির্বাচনে স্বামী-স্ত্রীর প্রতীকি মর্যাদার লড়াই


425 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
পাইকগাছা সংবাদ ॥ ইউপি নির্বাচনে স্বামী-স্ত্রীর প্রতীকি মর্যাদার লড়াই
মার্চ ৫, ২০১৬ খুলনা বিভাগ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

এস,এম, আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা :
২২ মার্চের অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে পাইকগাছার কপিলমুনি-সোলাদানায় বিএনপির দলীয় প্রার্থীসহ তাদের স্ত্রীরা নির্বাচনে প্রতীকি মর্যাদার লড়ায়ে অবতীর্ণ। একাধিক ইউপিতে নৌকা ধানের শীষের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনের মাঠে, স্বতন্ত্ররা কোন ঠাসা, বিধি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ।

সংশ্লিষ্ট ইউপি নির্বাচনে রিটার্ণিং কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, এবারের দলীয় নির্বাচনে ১০ ইউপিতে ৪২ চেয়ারম্যান, সংরক্ষিত ১২৬ ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৩৯৬ জন প্রার্থী প্রতিযোগিতায় নেমেছেন। জানা গেছে, কপিলমুনিতে বিএনপির দলীয় প্রার্থী শাহাদাৎ হোসেন ডাবলুর স্ত্রী শারমিন আরা (আনারস) ও সোলাদানায় এস,এম, এনামুল হকের স্ত্রী মোছাঃ ইয়াসমিন আক্তার সোমা (আনারস) প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে প্রতীকি মর্যাদার লড়াইয়ে নেমেছেন।

বিএনপি সূত্র জানিয়েছে, দলীয় এ দু’নেতার নামে রাজনৈতিক মামলা ও অজানা কারণে এই প্রার্থিরা নির্বাচন থেকে সরে দাঁড়াতে ব্যর্থ হলে সে ক্ষেত্রে তাদের স্ত্রীরা বিকল্প প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন সে কারণে এ কৌশল গ্রহণ করা হয়েছে। এদিকে গতকালের প্রার্থীদের নিয়ে আচরণ বিধি সংক্রান্ত মতবিনিময় সভায় শাহাদাৎ হোসেন ডাবলু ও এস,এম, এনামুল হক নির্বাচনী প্রচার-প্রচারণায় সরকারী দলের প্রতিপক্ষ প্রার্থীদের হস্তক্ষেপ ও বাঁধা প্রদানের অভিযোগ তুলেছেন। এ নির্বাচনে আ’লীগ-বিএনপি বিদ্রোহী প্রার্থী নিয়ন্ত্রণ করতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ২নং হরিঢালীতে আ’লীগের দলীয় প্রার্থী বেনজির আহমেদ বাচ্চু নৌকা প্রতীকের বিরুদ্ধে সাবেক ইউনিয়ন আ’লীগ সম্পাদক গোলাম মোস্তফা মটরসাইকেল প্রতীক, ৩নং লতায় বিএনপি মনোনীত প্রার্থী লক্ষ্মী রাণী গোলদারের ধানের শীষের বিরুদ্ধে ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ ইব্রাহিম গাজী ঘোড়া প্রতীক, ৪নং দেলুটিতে আ’লীগ প্রার্থী রিপন মন্ডলের বিরুদ্ধে উপজেলা যুবলীগনেতা দ্বিজেন মন্ডল আনারস, পৌর আ’লীগনেতা এ্যাডঃ পিযুষ কান্তি সরকার ঘোড়া, ৯নং চাঁদখালীতে আ’লীগপ্রার্থী আলহাজ্ব মুনছুর আলী গাজীর বিরুদ্ধে সাবেক চেয়ারম্যান আ’লীগনেতা এস,এম, আনিছুর রহমান আনারস, বিএনপি মনোনীত প্রার্থী জোয়াদুর রসুল বাবু ধানের শীষের বিরুদ্ধে বিএনপিনেতা মনিরুজ্জামান মনি মোল্লা ঘোড়া প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনী মাঠে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এদিকে কপিলমুনিতে আ’লীগপ্রাথী মোঃ কওসার আলী জোয়াদ্দার বিএনপি প্রার্থী শাহাদাৎ হোসেন ডাবলুর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে বিভিন্ন স্থানে খালেদা জিয়ার ছবি সম্বলিত প্যানা গাছের সঙ্গে লাগিয়েছেন এবং নির্বাচনে পেশী শক্তির অভিযোগ তুলেছেন মতবিনিময় সভায়। একই সভায় লস্করের স্বতন্ত্র প্রার্থী আব্দুল করিম গাইন বলেন, তারা প্রতিপক্ষ প্রার্থী ও সমর্থকদের দ্বারা কোণঠাসা হয়ে পড়েছেন। গতকাল শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সুষ্ঠু করতে উপজেলার শহীদ স্মৃতি স্তম্ভ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবিরউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সকল প্রার্থীদের নিয়ে আচরণ বিধি সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ওসি আশরাফ হোসেন, নির্বাচন কর্মকর্তা ও রিটার্ণিং অফিসার মোঃ হযরত আলী, এস,এম,এ রাসেল, এফ.এম, সেলিম আকতার, দেবাশীষ সরদার, এ,এইচ,এম জাহাঙ্গীর আলম ও ওসি (তদন্ত) আলমগীর কবির দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, রুহুল আমিন বিশ্বাস, মোঃ নজরুল ইসলাম, শাহাদাৎ হোসেন ডাবলু, জোয়াদুর রসুল বাবু, আব্দুল মান্নান গাজী, এস,এম, এনামুল হক, আব্দুল করিম গাইন, এ্যাডঃ পিযুষ সরকার, রিপন মন্ডল, দ্বিজেন মন্ডল, এস,এম, আনিছুর রহমান, গোলাম মোস্তফা, আবু জাফর সিদ্দিকী রাজু, বেনজির আহমেদ বাচ্চু, কওসার আলী জোয়াদ্দার, লক্ষ্মী রাণী গোলদার, কলিঙ্গ রাজ, জুনায়েদুর রহমান, শেখ সোহরাওয়ার্দ্দি, ধীমান মন্ডল প্রমুখ।
##

সোলাদানায় বিএনপি প্রার্থীর নির্বাচনী সভায় বাঁধা সৃষ্টির অভিযোগ : বিধি ভঙ্গের পাল্টা অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছার সোলাদানায় ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এস,এম, এনামুল হকের নির্বাচনী সভায় ভন্ডুল করার অভিযোগ আ’লীগ সমর্থিত প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পাল্টাপাল্টি নির্বাচনে বিধি ভঙ্গের অভিযোগ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সংশ্লিষ্ট থানা পুলিশ ও আ’লীগ-বিএনপি সূত্র জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার সোলাদানায় বেতবুনিয়া-ভ্যাকটমারী মরা কুচিয়া বাঁধের উপর শতশত নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বিএনপি মনোনীতপ্রার্থী এস,এম, এনামুল হকের নির্বাচনী সভা চলাকালে প্রতিপক্ষ আ’লীগ মনোনীত প্রার্থী আব্দুল মান্নান গাজীর শতাধিক দলীয় নেতাকর্মী সমর্থকরা নৌকা প্রতীকের মিছিল নিয়ে সভা স্থলে পৌছালে এনামুলের পূর্ব নির্ধারিত সভাটি পন্ড হয়ে যায়। শুরু হয় হই হট্টগোল, চেচামেচির মুখে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন বলে জানা গেছে। চেয়ারম্যান এনামুল হক জানিয়েছেন, প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তার পূর্ব নির্ধারিত সভাটিতে বাঁধা দিয়ে নির্বাচনী কর্মকান্ড ব্যাহত করেন। এদিকে আ’লীগপ্রার্থী আব্দুল মান্নান গাজী পাল্টা অভিযোগ করে বলেছেন, প্রতিপক্ষ বিএনপিপ্রার্থী এস,এম, এনামুল নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে শতাধিক মটরসাইকেল নিয়ে শো-ডাউন করলে উভয়ের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। ওসি আশরাফ হোসেন বলেন, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। যারা বিশৃংখলার সৃষ্টি করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানান।