
এস,এম, আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় এইচএসসি ও সমমান পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ৬টি কেন্দ্র ও ২টি ভেন্যু কেন্দ্রে অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় ২ হাজার ৫১ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৩০ পরীক্ষার্থী। এদিকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল আমিন ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমুল হক। কেন্দ্র সচিব ও অধ্যক্ষ মিহির বরণ মন্ডল জানান, পাইকগাছা কলেজ কেন্দ্রে ৩শ ৩৮ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৩, অধ্যক্ষ রবিউল ইসলাম জানান, ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে ২শ ৯৫ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৮, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রনব গাইন জানান, শহীদ আয়ুব ও মুসা মেমোরিয়াল কলেজ কেন্দ্রে ১শ ৪৪ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল শতভাগ, তবে আলমশাহী ইনস্টিটিউট ভেন্যু কেন্দ্রে ২শ ২৬ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১, অধ্যক্ষ হাবিবুল্ল্যাহ বাহার জানান, কপিলমুনি কলেজ কেন্দ্রে ৪শ ৮৬ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৭, অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ জানান, রাড়–লী আর,কে,বি,কে হরিশচন্দ্র ইনস্টিটিউট কেন্দ্রে ২শ ৯৬ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২, অধ্যক্ষ আব্দুস সাত্তার জানান, পাইকগাছা সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ১শ ৯ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৭, অধ্যাপক আমানউল্লাহ গাজী জানান, পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয় (বিএমএ) ভেন্যু কেন্দ্র্রে ১শ ৫৭ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২ জন পরীক্ষার্থী।
##
পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও আবুল আমিন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল আমিন। তিনি রোববার সকাল সাড়ে ১১ টায় রাড়–লী ইউনিয়নের ১৩০নং বাঁকা জাগরনী সরকারী প্রাথমিক বিদ্যালয় আস্মষিক পরিদর্শনে যান। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং বিদ্যালয়ের বিভিন্ন দিক নিয়ে খোঁজ-খবর নেন। পরিদর্শন কালে তিনি কয়েকটি শ্রেণীর কিছু সময়ের জন্য ক্লাস নিয়ে কোমলমতি শিক্ষার্থীদেরকে পাঠদান করান। ইউএনও মোঃ আবুল আমিনের আস্মষিক বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার্থীদের পাঠদান দেখে মুগ্ধ হন শিক্ষক ও শিক্ষার্থীরা। পাশা-পাশি এমন উদ্যোগকে অভিনন্দন জানিয়ে নান্দনিক এ উদ্যোগ অব্যাহত রাখার দাবী জানিয়েছেন সচেতন মহল।