
এস,এম, আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা :
পাইকগাছা সোলাদানা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে মতবিনিময় ও অপরাধ দমন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চারবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে সংগঠণের সহ-সভাপতি কুমুদ রঞ্জন ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন থানার ওসি আশরাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান গাজী, এস,আই আবু সাঈদ। বক্তব্য রাখেন, স.ম. আব্দুল বারেক, মোহাম্মদ আলী গাজী, আসলাম গাজী, সায়েদ আলী কালাই, বিমল সরকার, শাহীন সানা, মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন, সংগঠণের ওয়ার্ড সভাপতি, সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় ওসি আশরাফ হোসেন এলাকার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতা সৃষ্টিকারী ও মাদক ব্যবহার ও সরবরাহকারীদের বিরুদ্ধে পুলিশিং ফোরাম নেতৃবৃন্দকে সোচ্ছার থেকে কাজ করার আহবান জানান।
##
হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সম্মেলনকে কেন্দ্র করে দু’পক্ষের মুখোমুখি অবস্থান
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সম্মেলনকে ঘিরে আবারো দু’পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। শুক্রবার রবীন্দ্রনাথ পক্ষ সম্মেলন করলেও রতন কুমার ভদ্র পক্ষ প্রতিবাদ সভার মাধ্যমে সম্মেলন প্রত্যাখ্যান করেছে। উল্লেখ্য, সংগঠণের উপজেলা কমিটি গঠণকে কেন্দ্র করে ইতোপূর্বে দুটি পক্ষ পাল্টাপাল্টি কমিটি গঠণ করে। দু’পক্ষের চরম উত্তেজনায় সংগঠণের ভাবমুর্তি নিয়ে প্রশ্ন ওঠে। অবশেষে শুক্রবার সকালে রবীন্দ্রনাথ বাতিখালী হরিতলা মন্দির চত্ত্বরে সম্মেলনের আয়োজন করলে সম্মেলন প্রত্যাখ্যান করে রতন কুমার ভদ্র পক্ষ সরল কালি বাড়ী মন্দির চত্ত্বরে প্রতিবাদ সভা করে মর্মে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান। হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতা রতন কুমার ভদ্রের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বিজন বিহারী সরকার, দুলাল চন্দ্র বিশ্বাস, এ্যাডঃ শিবু প্রসাদ সরকার, জগদীশ চন্দ্র রায়, দেবব্রত কুমার মন্ডল, বিধান চন্দ্র ভদ্র, শিবু প্রসাদ মন্ডল, বিবেক ধর, রঞ্জন সরকার, গোলক বিহারী মন্ডল, সন্তোষ সরকার, প্রকাশ ঘোষ বিধান, শিবুপদ রায়, অনাথ মন্ডল, দেবাশীষ মন্ডল, নির্মাণ মন্ডল, জগদীশ দত্ত, দ্বীজেন মন্ডল, শিবুপদ মন্ডল, পরিমল শীল, বিশ্বনাথ ভট্টাচার্য, এ্যাডঃ সমীরণ বিশ্বাস, রমেশ মন্ডল, বিজয় মন্ডল, তাপস কান্তি বসু, আন্দ্রিয় ডি রোজারিও, পরিতোষ দাশ, নির্মল দাশ প্রমুখ।
সভায় সংগঠণের জেলা, উপজেলা ও অধিকাংশ স্থানীয় নেতৃবৃন্দকে না জানিয়ে কতিপয় ব্যক্তি কর্তৃক গুটি কয়েক লোকের সমন্বয়ে গঠিত সম্মেলন প্রত্যাখ্যান ও ঐ সকল ব্যক্তিদের নিবৃত করতঃ বৃহত্তর সম্মেলনের মাধ্যমে নতুনভাবে গণতান্ত্রিক পন্থায় কমিটি গঠণের জন্য জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।
##
পাইকগাছায় ৮ জুয়াড়ী আটক
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় ৮ জুয়াড়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। থানা পুলিশের এস,আই রোকনুজ্জামান বৃহস্পতিবার বিকালে উপজেলার সোলাদানা ইউনিয়নে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৮ জুয়াড়ীকে আটক করে। আটককৃতরা হলো মাঝেরাবাদ গ্রামের অমরেন্দ্র নাথ ঢালীর বিভাষেন্দু ঢালী (৩০), সরোজিত সানার ছেলে মহারাজ কুমার সানা (২২), টেংরামারী গ্রামের তপন সরদারের ছেলে অভিজিত সরকার (২২), শচীন্দ্রনাথ মন্ডলের ছেলে পরিমল মন্ডল (২২), অমল কৃষ্ণ মন্ডল (২৫), পঞ্চরাম বৈরাগীর ছেলে সুকেশ বৈরাগী (১৮), উত্তর কাইনমুখী গ্রামের অমল মন্ডলের ছেলে শুভংকর মন্ডল (১৮), কুমারেশ মন্ডলের ছেলে সুব্রত কুমার মন্ডল (৩০)। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে ওসি আশরাফ হোসেন জানান। যার নং- ৩৬। তাং- ২৭/০৮/২০১৫।