
এস, এম, আলাউদ্দিন সোহাগ ::
পাইকগাছায় ১-৭ এপ্রিল জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে ৫৩ হাজার ৭শ ৮৯ শিশুকে কৃমিনাশক খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৩১১টি কেন্দ্রে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৫-১৬ বছর বয়সী ৫৩ হাজার ৭শ ৮৯ শিশু শিক্ষার্থীকে কৃমিনাশক খাওয়ানো হয়। এ লক্ষ্যে সোমবার সকালে শহীদ গফুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান। উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সুজন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডাঃ নজরুল ইসলাম, প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র শিকারী, সেলিনা পারভীন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, স্কুলের সভাপতি জগদীশ চন্দ্র রায়, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল খালেক গাজী, পরিসংখ্যানবিদ মাসুরুজ্জামান ও মুজিবর রহমান বুলি।
##
পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপি’র লিফলেট বিতরণ
এস, এম, আলাউদ্দিন সোহাগ ::
বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবীতে পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ ও পৌর আহবায়ক এ্যাডঃ জিএম আব্দুস সাত্তারের নেতৃত্বে নেতৃবৃন্দ সোমবার বিকালে বাসষ্ট্যান্ড সহ পৌর সদরের গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, সরদার আব্দুল মতিন, আসলাম পারভেজ, প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, মাসুম বিল্লাহ কাগুজী, সরদার মনিরুজ্জামান মনি, কাউন্সিলর কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, স ম আব্দুল জব্বার, আছাদুজ্জামান খোকন, সরদার তোফাজ্জেল হোসেন, আনোয়ারুল কাদির, সরদার রফি, মতলেব গাজী, ইমরান সরদার, মফিজুল ইসলাম টাকু, আবু মুছা, সরদার ফারুক আহম্মেদ, সাজ্জাত আহম্মেদ মানিক, এসএম টুকু, মশিয়ার রহমান মিলন, মাস্টার মুজিবর রহমান, মেছের আলী সানা, আবু হানিফ, রাজিব নেওয়াজ, আব্দুল্লাহ গাজী, ইউনুছ আলী মোল্লা, বাবুল সরদার, ইসরাফিল আহম্মেদ, রেজাউল গাজী, আব্দুল মজিদ, কাশেম জোয়াদ্দার, কামাল হোসেন, মনিরুজ্জামান প্রিন্স, জিয়াউর রহমান, সাদ্দাম গাজী, সবুজ সরদার, সুমন গাজী, মাস্টার মিজানুর রহমান, জুয়েল, ওবাইদুল্লাহ, মাসুম হাজরা, শফিকুল গাজী, আলমগীর, রহিম, ইকরামুল, টিপু, আব্দুর রাজ্জাক, আছাবুর রহমান ও মিনারুল ইসলাম।
##
পাইকগাছায় এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন ২৮ পরীক্ষার্থী অনুপস্থিত
এস, এম, আলাউদ্দিন সোহাগ ::
পাইকগাছায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে উপজেলার ৬টি কেন্দ্র ও ৪টি ভেন্যু কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রথম দিন ১ হাজার ৯শ ৯৬ পরীক্ষার্থীদের মধ্যে ২৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। এদিকে পরীক্ষা চলাকালিন সময়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান জানিয়েছেন। অধ্যক্ষ মিহির বরণ মন্ডল জানান, পাইকগাছা কলেজ কেন্দ্রে ২৮৫ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৩, সরকারি উচ্চ বিদ্যালয় বিএম কোর্স ভেন্যু কেন্দ্রে ৮০ পরীক্ষার্থীর শতভাগ উপস্থিত ছিল। অধ্যক্ষ রবিউল ইসলাম জানান, ফসিয়ার রহমান মহিলা কলেজ কেন্দ্রে ১৩৮ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২। অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার জানান, কপিলমুনি কলেজ কেন্দ্র ও কপিলমুনি-হরিঢালী মহিলা কলেজ ভেন্যু কেন্দ্রে ৪৩৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৫। অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ জানান, রাড়–লী আর কে বি কে হরিশ্চন্দ্র ইনস্টিটিউশন কেন্দ্র ও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে ৪০৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৭। অধ্যক্ষ প্রণব কুমার গাইন জানান, গড়ইখালী শহীদ আয়ুব ও মুসা মেমোরিয়াল ডিগ্রী কলেজ কেন্দ্র ৪৭৪ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৪ ও আলমশাহী ইনস্টিটিউট বিএম কোর্স ভেন্যু কেন্দ্রে ৪৯ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মোজাহার আলী জানান, পাইকগাছা সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ১৩৪ পরীক্ষার্থীর মধ্যে ৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
##
অবৈধ টোল আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহারে ৭ দিনের আল্টিমেটাম
পাইকগাছা সম্মিলিত পোনা ব্যবসায়ী সমিতির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
এস, এম, আলাউদ্দিন সোহাগ ::
পাইকগাছা পৌরসভা কর্তৃক পোনা মার্কেটের নামে হাট বাজার ইজারা দিয়ে পোনা ব্যবসায়ীদের নিকট থেকে অবৈধ টোল আদায়ের প্রতিবাদে সম্মিলিত পোনা ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পৌর সদরস্থ কার্যালয়ে সংগঠনের সভাপতি গোলাম কিবরিয়া রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতেই সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রহমান কিনু মিস্ত্রীর রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নিরাবতা পালন করা হয়। সভায় বক্তারা বলেন, পৌর অভ্যান্তরে সরকারী পেরিফেরী জায়গায় পৌরসভার কোন পোনা মার্কেটের অবস্থান নাই । প্রায় শতাধিক পোনা ব্যবসায়ী পৃথক পৃথক ভাবে নিজস্ব ও ভাড়াটিয়া ঘরে পোনা ব্যবসা পরিচালনা করে আসছে। এ অবস্থায় পৌর কর্তৃপক্ষ হাট বাজার ইজারা দেওয়ার নামে পোনা ব্যবসায়ীদের কাছ থেকে যে অবৈধ টোল আদায়ের ষড়যন্ত্র শুরু করেছেন তা কোন ভাবেই মেনে নেওয়া হবে না। সভায় বক্তারা আগামী ১ সপ্তাহের মধ্যে কর্তৃপক্ষ সিদ্ধান্ত প্রত্যাহার না করলে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেওয়া সহ নির্দিষ্ট সময়ের পরে কঠোর কর্মসূচির ঘোষণা দেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, রেজাউল ইসলাম, সাজ্জাত আলী সরদার, জিএম ইকরামুল ইসলাম, এসএম মাহাবুবর রহমান, মনিরুজ্জামান মনি, শেখ শহিদ হোসেন বাবুল, মিজানুর রহমান, গোলাম ফারুক বুলু, শিবপদ মন্ডল, কাজী সাখাওয়াত হোসেন পাপ্পু, সুভাষ সানা মহিম, বাবু রাম মন্ডল, হেমেশ চন্দ্র মন্ডল, শামীম হোসেন, ফারুক হোসেন, জিএম রেজাউল করিম, জিনারুল ইসলাম, অনুপ কুমার ঘোষ, জিয়াউর রহমান, জিএম মাসুদ আলী, ইলিয়াস হোসেন, শেখ আব্দুল আজিজ, তোবারক হোসেন ভুট্ট, ফিরোজ হোসেন, তুহিন আহম্মেদ, রজব আলী, নুরুজ্জামান টিটু, বসির হাসান ও সোহরাব সরদার।
##
পাইকগাছায় ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন
এস, এম, আলাউদ্দিন সোহাগ ::
পাইকগাছার মঠবাটী রামকৃষ্ণ সেবাশ্রমে ২৪ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত বুধবার শুরু হওয়া মহানামযজ্ঞ অনুষ্ঠান বুধবার কীর্ত্তন গানের মধ্যদিয়ে সম্পন্ন হয়। মহানামযজ্ঞ অনুষ্ঠানে দানবীর আলহাজ্ব ফসিয়ার রহমানের দুই ছেলে আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ ও আলহাজ্ব ইসতিয়ার রহমান শুভ পিতার দানকরা ১৯ শতক জমির দলিল সম্পাদনের ঘোষণা দেন। উল্লেখ্য, আলহাজ্ব ফসিয়ার রহমান ১৩ বছর পূর্বে সেবাশ্রম আনন্দ বাজারের অনুকূলে ১৩ শতক জমি দান করেন। তবে তিনি জীবিত অবস্থায় দলিল সম্পাদন করে যেতে পারেন নি। মহানামযজ্ঞ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মন্দির কমিটির সভাপতি অসীম রায় চৌধুরী, প্রাক্তন প্রধান শিক্ষক এসএম মোজাম্মেল হক, বিশ্বজিৎ সরকার, প্রাক্তন ব্যাংক কর্মকর্তা প্রজিৎ রায়, দুলাল চন্দ্র বিশ্বাস, সন্তোষ সরকার প্রশান্ত সরকার, ভরত সরকার, রবীন্দ্রনাথ পটু, চিত্তরঞ্জন সরকার, কল্লোল মল্লিক, এ্যাডঃ প্রদীশ হালদার, সুভাষ দেবনাথ, হিল্লোল রায়, জয়দেব নাথ, সুদীপ সরকার, দুলাল বিশ্বাস, বিবেক ধর, এসএম জাহাঙ্গীর আলম, প্রমথেশ রায়, নির্মল দেবনাথ, পার্থ প্রতীম সরকার, হাবিবুর রহমান, প্রশান্ত রায়, জ্যোতিময় রুদ্র, রঞ্জন সরকার ও মিলন রায় চৌধুরী।
##
টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর দুর্নীতির বিরুদ্ধে শপথ গ্রহণ
এস, এম, আলাউদ্দিন সোহাগ ::
পাইকগাছায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে শপথ গ্রহণ করেছেন। শনিবার সকালে বিদ্যালয় মাঠে শপথ বাক্যপাঠ করান শিক্ষক আব্দুল কুদ্দুস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র শিকারী, শিক্ষক আলাউল মোড়ল, তবিবুর রহমান, মাখন লাল সরকার, শেখ সহিল উদ্দীন, রাজ্জাক আলী শেখ, অশোক কুমার মন্ডল, শ্রাবন্তী রানী কবিরাজ, পারভীন সুলতানা, কবরী সরকার, দিপক কুমার মন্ডল ও মনি মোহন মন্ডল।
##
পাইকগাছার দেলুটির ইউপি সদস্য শিবপদ মন্ডলের পরলোকগমন; বিভিন্ন সংগঠনের শোক বিবৃতি
এস, এম, আলাউদ্দিন সোহাগ ::
পাইকগাছার দেলুটি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য শিবপদ মন্ডল (৫২) গত রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খুলনার একটি ক্লিনিকে হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে পরলোক গমন করেছেন। গতকাল সোমবার ধর্মীয় বিধানমতে নিজ গ্রাম দেলুটি মহাশ্মাশানে তার অন্তেষ্ঠেক্রিয়া সম্পন্ন হয়েছে। তার এক স্ত্রী ও দুই কণ্যা সন্তানসহ বহুগুণগ্রাহী আত্মীয় স্বজন রয়েছে। ইউপি সদস্যের মৃত্যুতে আজ মঙ্গলবার দেলুটি ইউনিয়ন পরিষদে কর্মবিরতিসহ তিনদিনের শোক ঘোষনা করা হয়েছে বলে ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানিয়েছেন। এদিকে আওয়ামীলীগ নেতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক এমপি এড. সোহরাব আলী সানা, পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও জেলা সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী, উপজেলা সদস্য সচিব ও জেলা সদস্য মোঃ রশীদুজ্জামান মোড়ল, আ’লীগ নেতা আনোয়ার ইকবাল মন্টু, আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, এড. চিত্ত রঞ্জন সরকার, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, বিভুতি ভুষণ সানা, পৌর আহবায়ক শেখ কামরুল হাসান টিপু, সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল, জি এম ইকরামুল ইসলাম, এসএম রেজাউল হক, প্রভাষক ময়নুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি এস এম শামছুর রহমান, সাধারন সম্পাদক কাজল কান্তি বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আবুল কালাম আজাদ। অনুরুপ বিবৃতি দিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সহ-সভাপতি এড. অজিত কুমার মন্ডল, জেলা নেতা নির্মল মজুমদার. সংগঠনের উপজেলা সভাপতি রবীন্দ্র নাথ রায়, সাধারন সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, পৌর সভাপতি সন্তোষ কুমার সরদার, সম্পাদক দেবব্রত রায়, পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি সমীরন সাধু, সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, পরিষদ নেতা মনোহর চন্দ্র সানা, প্রাণ কৃষ্ণ দাশ, মুরারী মোহন সরকার, সুভাষ সানা মহিম, প্রনব কান্তি মন্ডল, গৌরাঙ্গ মন্ডল, বিমল পাল, গৌতম মন্ডল, অখিল মন্ডল, পৌর কাউন্সিলর রবি শংকর মন্ডল, এড. পীযুষ কান্তি সরকার, চিত্ত রঞ্জন বাছাড়, প্রধান শিক্ষক অনিতা রানী মন্ডল, প্রমথ রঞ্জন সানা, বিভাসেন্দু সরকার, বিকাশ চন্দ্র মন্ডল, রিংকু রায়, অনাথ বন্ধু সরদার, শংকর দেবনাথ, তপন বাইন, কৌস্তভ রঞ্জন সানা, জগন্নাথ সানা, কল্লোল মল্লিক, শিবানন্দ রায়, সুকৃতি মোহন সরকার, সঞ্জয় সরদার, হিমাদ্রী শেখর দে, সুব্রত কুমার সানা, গৌতম রায়, প্রাণতোষ মন্ডল, ডাঃ নিরাপদ কবিরাজ, রণজিত কুমার নন্দী, বিপ্লব সাধু, প্রণব কুমার সরদার, অসীম দাশ, দ্বিজেন্দ্র নাথ, প্রশান্ত কুমার মন্ডল (বই), সুভাষ চন্দ্র মন্ডল, দিলীপ কুমার ঢালী, মনতোষ কুমার মন্ডল, স্বপন কুমার মন্ডল। এছাড়া দেলুটি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে শিবপদ মন্ডলের মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।
##