
এস,এম, আলাউদ্দিন সোহাগ ::
খুলনার পাইকগাছায় থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় থানা বঙ্গবন্ধু চত্বরে ওসি এজাজ শফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সহকারী পুলিশ সুপার ডি- সার্কেল মোঃ হুমায়ন কবির। সভায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্য বিবাহ সম্পর্কে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশার লোকদের সাথে ওপেন হাউস ডে উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, এ্যাড. পঙ্কজ কুমার ধর, চাঁদখালী ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জোয়াদুর রসুল বাবু, লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জান তুহিন, ওসি (তদন্ত) আশরাফুল আলম, নিমাই কুন্ডু, প্রভাষক ময়নুল ইসলাম, শেখ আনিছুর মুক্ত, প্যানেল চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন।
#

পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে জরিমানা
এস,এম, আলাউদ্দিন সোহাগ ::
খুলনার পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মুহাঃ আরাফাতুল আলম সোমবার বিকেলে পৌর সদরের এ আদালত পরিচালনা করেন।এ সময় মুদি দোকানদার রুহুর কুদ্দুস, অলোক সাধু, আব্দুস সাত্তার গাজী, উত্তম সাধুকে প্লাস্টিকের বস্তায় চাল রাখার অপরাধে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নে প্রত্যেকে ৫শ টাকা করে জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, খুলনা পাট অধিদপ্তরের পরিদর্শক মোঃ মোক্তর আলী পাটোয়ারী, পুলিশের এস আই পলাশ আহম্মেদ, পেশকার প্রতুল জোয়াদ্দার ও আরিফ হোসেন।