
এস, এম, আলাউদ্দিন সোহাগ ::
পাইকগাছার সনাতন ধর্মালম্বীদের ধর্মগুরু ও ধর্ম প্রচারক অমূল্য গোস্বামী (৯২) পরলোকগমন করেছেন। তিনি বার্ধক্যজনিত কারণে শুক্রবার রাত সাড়ে ৯ টায় উপজেলার লতা ইউনিয়নের বাহিরবুনিয়া গ্রামের নিজবাড়ীতে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বিকালে নিজবাড়ীতেই তার সমাধী করা হয়। বাহিরবুনিয়া গ্রামের মৃত ভদ্র কান্ত মন্ডলের ছেলে অমূল্য গোস্বামী বিনাপানি সেবাশ্রম ও রাস মিলন মেলা উদযাপনের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি একজন ধর্মগুরু ও ধর্মপ্রচারক। ভারত ও বাংলাদেশে তার কয়েক লাখ ভক্তানুরাগী রয়েছে। মৃত্যুর খবর শুনে শনিবার সকালে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে কয়েক হাজার ভক্তানুরাগী তার বাড়ীতে আসেন।
##
পাইকগাছায় রাস উৎসবের পূণার্থী যুবদের মাঝে নতুন পোশাক বিতরণ
এস, এম, আলাউদ্দিন সোহাগ ::
পাইকগাছার মানবসেবামূলক সংগঠন সিএস ফান্ড এর পক্ষ থেকে রাস উৎসবের পূণার্থী যুবদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে দাকোপের গুনারী রাস উৎসব থেকে ৩০ জন যুবক শিবসা নদী পার হয়ে পাইকগাছার শান্তায় আসেন। এখানেই সিএস ফান্ড সংগঠন থেকে তাদের সবাইকে নতুন পোশাক প্রদান করেন সংগঠনের সভাপতি সমীরণ ঢালী। এ সময় উপস্থিত ছিলেন, রাসেল আহম্মেদ, অমিত মন্ডল ও পূজা কমিটির নেতৃবৃন্দ।
##