পাইকগাছা সংবাদ ॥ নানা কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালিত


189 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
পাইকগাছা সংবাদ ॥ নানা কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালিত
অক্টোবর ১৮, ২০২২ খুলনা বিভাগ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

এস, এম, আলাউদ্দিন সোহাগ ::

পাইকগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর সহযোগিতায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার সকালে পুষ্পস্তবক অর্পন, বর্ণাঢ্য র‌্যালি, কুইজ, উপস্থিত বক্তৃতা সহ বিভিন্ন প্রতিযোগিতা, নতুন স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন, আলোচনা সভা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে “শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” প্রতিপাদ্য বিষয়ের উপর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ। বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজান আলী শেখ, মুক্তিযোদ্ধা শেখ জামাল হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও শিক্ষার্থী সাজেদুর রহমান। উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার পোদ্দার, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, সহকারী শিক্ষা অফিসার আছাদুজ্জামান, প্রধান শিক্ষক খালেকুজ্জামান, সেলিনা পারভীন, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রনজু, শিক্ষক ইমরুল কায়েস, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান।

#

পাইকগাছায় বিপুল পরিমাণ চিংড়ি পোনা জব্দ; নদীতে অবমুক্ত

এস, এম, আলাউদ্দিন সোহাগ ::

পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে সংগৃহিত বিপুল পরিমাণ চিংড়ি পোনা জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৩ পোনা ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জব্দকৃত পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান রোববার সকালে উপজেলার খড়িয়ায় অভিযান চালিয়ে প্রাকৃতিক উৎস থেকে সংগৃহিত বিপুল পরিমাণ চিংড়ি পোনা পরিবহন করার সময় জব্দ করেন। এ ঘটনায় ৩ পোনা ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত পোনা শিবসা নদীতে অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন, থানার এসআই রাকিব, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শহীদুল্লাহ, সম্প্রসারণ কর্মকর্তা অসিত সরকার, মেরিন ফিশারিজ কর্মকর্তা চঞ্চল মন্ডল ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার।

#

মৎস্যজীবী গ্রাম সমিতি ও ক্লাস্টার পরিদর্শনে উপ-পরিচালক তোফাজ উদ্দীন

এস, এম, আলাউদ্দিন সোহাগ ::

পাইকগাছার বিভিন্ন মৎস্যজীবী গ্রাম সমিতি ও ক্লাস্টার পরিদর্শন করেছেন মৎস্য অধিদপ্তর খুলনার উপ-পরিচালক তোফাজ উদ্দীন আহমেদ। তিনি সোমবার সকালে উপজেলার দেবদুয়ার মৎস্যজীবী গ্রাম সমিতি, হাউলী, প্রতাপকাটী ও শ্রীকণ্ঠপুর ক্লাস্টার পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের খুলনা বিভাগীয় উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শহীদুল্লাহ, সম্প্রসারণ কর্মকর্তা অসিত সরকার, মেরিন ফিশারিজ কর্মকর্তা চঞ্চল মন্ডল, এসডিএফ ও সলিডারিডাড এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

পাইকগাছা পৌরসভার উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত

এস, এম, আলাউদ্দিন সোহাগ ::

পাইকগাছা পৌরসভার উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে পুষ্পস্তবক অর্পন, র‌্যালি, কেককাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রনজু, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, কাউন্সিলর কবিতা দাশ, এসএম তৈয়েবুর রহমান, আলাউদ্দীন গাজী, অহেদ আলী গাজী, গফফার মোড়ল, রবি শংকর মন্ডল, আসমা আহমেদ, রাফেজা খানম, প্রকৌশলী নূর আহম্মদ, উত্তম ঘোষ, মৃণাল কান্তি মন্ডল, জিয়াউর রহমান, বিদ্যুৎ রঞ্জন, ইমদাদুল হক, রফিকুল ইসলাম ও ইব্রাহীম সানা। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ আব্দুল কাদির।

#

পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এস, এম, আলাউদ্দিন সোহাগ ::

আগামী ২২ অক্টোবর খুলনা বিভাগীয় গণ সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপি এ প্রস্তুতি সভার আয়োজন করে। উপজেলা বিএনপি’র সভাপতি ডাঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ¦ আমীর এজাজ খান। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পি। বিশেষ অতিথি ছিলেন, জেলার সিনিয়র যুগ্ম-আহবায়ক আবু হোসেন বাবু, পৌরসভা বিএনপি’র আহবায়ক জিএম আব্দুস সাত্তার। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম এনামুল হক ও পৌর বিএনপি’র যুগ্ম-আহবায়ক কাউন্সিলর এসএম ইমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, শেখ তৈয়েবুর রহমান, শামীম কবির, শামছুল আলম পিন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান শাহদাৎ হোসেন ডাবলু, আতাউর রহমান রুনু, খান ইসমাইল হোসেন, শহিদুল ইসলাম, তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকি, আবুল হোসেন, ইমরান সরদার, তৌহিদুজ্জামান মুকুল, ইউনুছ মোল্লা, মোস্তফা মোড়ল, ওবায়দুল্লাহ সরদার, এসএম মোহর আলী ও আনারুল ইসলাম। সভায় বক্তারা বলেন, আগামী ২২ অক্টোবর খুলনা বিভাগীয় গণ সমাবেশ হবে সরকার পতনের আন্দোলন। সমাবেশ সফল করার মধ্য দিয়ে বিএনপি দেশের জনগণকে সাথে নিয়ে সরকার বিরোধী আন্দোলনকে গতিশীল করার মাধ্যমে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে সরকারকে বাধ্য করবে। বক্তারা সমাবেশ সফল করতে এলাকার নেতাকর্মীদের শতস্ফুর্তভাবে সমাবেশে যাওয়ার আহ্বান জানান।

#